মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নে পরিষদের উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে হোসেন্দী ইউনিয়নে পরিষদের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন মনিরুল হক মিঠু, স্বতন্ত্র প্রার্থী হাজী মাহবুব হোসেন,স্বতন্ত্র প্রার্থী শাহাপরান, স্বতন্ত্র প্রার্থী মো রিয়াদ হোসেন দাউদ। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সব প্রার্থী নির্বাচনী নিয়মনীতি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান ছিল হাজী আক্তার হোসেন। চলতি বছরের সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর হোসেন্দী ইউনিয়নে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০অক্টোবর। প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ১৭ অক্টোবর আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ০২ নভেম্বর বুধবার। উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০টি। মোট ভোট কক্ষের সংখ্যা৪২টি। ভোটার সংখ্যা ১৭ হাজার ৮৫৪ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৮হাজার ৭২৮ জন ও পুরুষ ভোটার সংখ্যা ৯হাজার ১২৬ জন।