শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

জলঢাকায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রিয়াদ ইসলাম জলঢাকা :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

নীলফামারী জলঢাকা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহবুব হাসান এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর এসময় তিনি আসন্ন জেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে বলেন,আমরা যেন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারি।সেজন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা থানা অফিসার ইনচার্জ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন আপনারা সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ দায়িত্ব পালন করবেন। আমরা আপনাদের সকলের সহযোগিতা কমনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবুল বলেন, উপজেলায় ফর গুটি জুয়া দিন দিন বেরেই চলছে। এই জুয়া কার অধিনে চলে সেটা খতিয়ে বের করতে হবে।সেখানে যদি আমি স্বয়ং নিজেও উপস্থিত থাকি। তাহলে আমার বিরুদ্ধে ও আইন আনুগ ব্যাবস্থা গ্রহণ করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা থানা অফিসার ইন-চার্জ ফিরোজ কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আসাদুজ্জামান স্ট্যালিন ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ সহ সংবাদকর্মী উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহবুব হাসান বলেন, যে কোন মূল্যে উপজেলায় সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। এছাড়া আইন শৃঙ্খলা মিটিং এ পৌরসভার যানযট নিরসনে ব্যাপক কথা হয়। বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া ও জঙ্গীবাদ নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে। তাই সকলে আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্র হয়ে কাজ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com