নরসিংদীর রায়পুরায় অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্পেইন-২০২২ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১১ অক্টোবর রায়পুরা ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে রায়পুরা পূর্বপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন কর সেবা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবু জাফর মোঃ শরীফ উদ্দীন। সার্ভেয়ার আঃ আজিজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ অহিদুজ্জামান পলাশ, সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। এই সেবা ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। গত ২০২২-২০২৩ অর্থ বছরে রায়পুরা কর আদায় হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৯১০ টাকা। সাধারণ মানুষ কে সচেনতার জন্য এই ক্যাম্পেইন সেবা চালু করেছে ভূমি মন্ত্রণালয়।