মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

ফেনীতে পেশাগত স্বার্থ রক্ষায় বিএমএসএফর উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ফেনী প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র (বিএমএসএফ) উদ্যোগে ফেনীতে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা সোমবার (১০ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও বিএমএসএফ’র উপদেষ্টা জাফর উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দৈনিক ফেনীর সময়’র সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সিনিয়র সাংবাদিক আবদুর রহিম, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর খবর’র সম্পাদক রবিউল হক রবি, ডেইলি অবজারভার ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁঞা, দৈনিক ফেনী’র সম্পাদক ও বাসস’র জেলা প্রতিনিধি আরিফুল আমিন রিজভী, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি যতন মজুমদার, সাপ্তাহিক স্বদেশ পত্র’র সম্পাদক এন এন জীবন, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সাপ্তাহিক ফেনীর গৌরবের প্রকাশক কামাল উদ্দিন ভূঁঞা, দৈনিক মানবজমিন ও নিউ এজ’র জেলা প্রতিনিধি নাজমুলক হক শামিম, দৈনিক সংবাদ সারাবেলা ও নিউজ টুডে’র জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ও ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক দিদারুল আলম, ফেনীর সময়’র নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক অজেয় বাংলা’র নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দৈনিক দেশরূপান্ত’র জেলা প্রতিনিধি সফিউল্যাহ রিপন, দৈনিক আজকালের খবর’র জেলা প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক প্রভাত আলোর বার্তা সম্পাদক এম এ জাফর, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির, ঢাকা টাইম’স জেলা প্রতিনিধি এম শরিফ ভূঁঞা, সাপÍাহিক স্বদেশকন্ঠ সম্পাদক নুুর তানজিলা রহমান, শব্দ’র সম্পাদক কবি ইকবাল চৌধুরী, সাপ্তাহিক নীহারিকা’র নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, সাপ্তাহিক ফেনীর গৌরবের নির্বাহি সম্পাদক মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি এম এ তাহের পন্ডিত, সাধারন সম্পাদক মোঃ আলমগীর ননী, সাংবাদিক ও কলামিষ্ট কৃষাণ মোশাররফ, ফুলগাজী নিউজের সম্পাদক জহিরুল ইসলাম রাজু। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরাম’র কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ও দৈনিক স্টার লাইন’র সহযোগী সম্পাদক জসিম মাহমুদ। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত স্বার্থ-রক্ষায় সকল ভেদাভেদ পরিহার করে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকতায় ফেনীর অতীত গৌরব ফিরিয়ে আনতে পেশাগত দক্ষতা, পারস্পরিক সহযোগিতা, সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহ যোগাতে হবে। যারা এ মহৎ পেশার সম্মান হানীকর কাজে লিপ্ত হচ্ছে তারা একদিন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। বক্তারা আরো বলেন, সাংবাদিকতা করতে হলে আগে জানতে হবে। না জানলে সিনিয়রদের সহযোগিতা নিন। ভালো সাংবাদিকতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করুন। এর পর সাংগঠনিক নেতৃত্বে আসুন। সাংবাদিকতা না শিখে, না জেনে নেতা হওয়ার মাঝে কোন কৃতিত্ব নেই। এসব অপদার্থের কারনে জায়গায় জায়গায় সাংবাদিকেরা আজ দ্বিধা-বিভক্ত। যাদের পত্রিকা আছে তাদের প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা এসময় বলেন, যাছাই বাছাই ছাড়া কাউকে সাংবাদিকতার সাইনবোর্ড দিবেননা। এতে অসাংবাদিক, অপসাংবাদিক, চোর, ছিনতাইকারীরা ভূয়া সাইনবোর্ড ঝুলিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এই মহান পেশাকে কলংকিত করে চলেছে। এইধারা ফেনীতে চলতে দেওয়া যায়না। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক দিনকাল’র জেলা প্রতিনিধি মফিজুর রহমান, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি আহসান উল্লাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমদ নিলয়, দৈনিক ইনকিলাব’র জেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোরের দর্পণ’র জেলা প্রতিনিধি হাবিব মিয়াজি, দৈনিক অগ্রসর’র গাজী হানিফ, দৈনিক শেয়ারবীজ’র জেলা প্রতিনিধি কামরুল হাসান নিরব, দৈনিক বাংলাদেশ সমাচার’র জেলা প্রতিনিধি মো: সালাউদ্দিন, দৈনিক স্টার লাইন’র স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, শহিদুল ইসলাম, দৈনিক আমার সংবাদের জসিম উদ্দিন ফরায়েজি, দৈনিক আজকের সংবাদ’র জিয়াউল হক রুবেল, দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি পিনু শিকদার, সত্যের অনুসন্ধান’র নাজিম উদ্দিন চৌধুরী, দৈনিক ইনফো বাংলা’র এমদাদ খান, মিতুল চৌধুরী, দৈনিক স্টার লাইন’র কামরুল হাসান, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া’র স্টাফ রিপোর্টার জাফর ইমাম মজুমদার রতন, শহর প্রতিনিধি আহমেদ আলী নয়ন, দৈনিক সকালের কলাম’র মুজাহেদুল ইসলাম জাবের, জাহেদুল আলম রাজন, সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকার তোফায়েল আহমদ মিলন, দৈনিক বাংলার অধিকারের সেপাল নাথ, দৈনিক আমার ফেনী’র শাখাওয়াত হোসেন, দৈনিক ডিজিটাল সময়’র দেলোয়ার হোসেন সৈকত, দৈনিক মানব কন্ঠের এস এন আবছার, একেএম আলাউদ্দিন, শাহ আলম ও দৈনিক ডিজিটাল সময়র দেলোয়ার হোসেন ঝন্টু প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com