ফরিদপুরের নগরকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিত্রাংকন, র্যালী, আলোচনা সভা, ভূমি কম্পন ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বিশাল এক র্যালী বের হয়ে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে গিয়ে মহড়ায় অংশ গ্রহন করে। সেখানে ফায়ার সার্ভিসের অংশ গ্রহনে ভুমি কম্পন ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। “ দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবিরের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, ফায়ার স্টেশনের কর্মকর্তা আকতার হোসেন, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির ক্রীড়া শিক্ষক আবু ইউনুস খান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোজাফফর হোসেন প্রমুখ। উপস্থিত বক্তারা দিবসটির উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।