নীলফামারীর জলঢাকায় আসন্ন পৌরসভা নির্বাচন কে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠে নেমেছেন। এ নির্বাচন কে প্রতিদ্বন্দিতামুলক করে তোলার জন্য নির্বাচনি প্রচারণায় আগেভাগে মাঠে নেমেছেন সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন (বাবলু) এবং বর্তমান পৌর মেয়র ফাহমিদ চৌধুরী (কমেট) এছারা আর এক নতুন মুখ জিয়া চৌধুরী। তারা সকলেই প্রতিদিনই রুটিন মাফিক ও পরিকল্পনানুযায়ী বিভিন্ন এলাকায় গিয়ে মত, শুভেচ্ছা, কুশল বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারনায় সবার কাছে দোয়া আর ভালোবাসা চাওয়ার মধ্য দিয়ে নির্বাচনী মাঠ গরম করতে চলেছেন। এবারের নতুন মেয়র প্রার্থী জিয়া চৌধুরী যুবক ও নতুন ভোটারদের সাথে নিয়ে জনগনের ভালোবাসা আদায়ে নির্বাচনী মাঠে রয়েছেন। তিনিও আছেন আলোচনায়। পৌর নির্বাচনে প্রতিবারের মতো মাঠে থাকেন জামায়াত ইসলামীর মেয়র প্রার্থী। কিন্তু এখনো জামায়াতের কোন প্রার্থীকে নির্বাচনী কার্যক্রম চালাতে দেখা যায়নি। তবে দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্বাচিত করতে পারে জামায়াত ইসলামী। জলঢাকা পৌরসভা নির্বাচনে মুল প্রতিদ্ব›দ্বী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করেন ইলিয়াস হোসেন বাবলু ও ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। তারা দুজনেই নির্বাচনী মাঠে তাদের অবস্থান ধরে রেখে নির্বাচনী প্রচারনা ও কার্যক্রম চালাচ্ছেন। উল্লেখ্য যে সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু উপজেলা কৃষক লীগ নেতা ও বনিক সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র, ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী বর্তমান পৌর মেয়র, উপজেলা বিএনপির সভাপতি, ও সাবেক মেয়র কবির চৌধুরীর ছেলে, নতুন প্রার্থী জিয়া চৌধুরী বিএনপি সমর্থক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, আসন্ন পৌর নির্বাচন সামনে রেখে ভোটাররা জানান সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু মেয়র থাকার সময়ে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন,ও সকল প্রকার সভা আলোচনা সভায়, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হন, বিভিন্ন ব্যাক্তিকে ও অনুষ্ঠানে সহযোগিতা করেন, সমস্যায়, বিচারে ডাকলে পাওয়া যায়, ফোন করলে ধরেন, আর বর্তমান পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী সম্পর্কে জানান, তিনি মেয়র থাকার সময়ে কোন সভা সমাবেশ,সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হননি,কোন সমস্যায় ও বিচারে ডাকলে আসেন না, ফোন দিলে ধরেন না, তার চেহারাও দেখা যায় না মাসে একবার। দেখা করতে গেলে পাওয়া যায় না, তিনি নিজের লোকজন দিয়ে উন্নয়ন সহজ সকল কাজ করছেন। , তবে নাগরিক সুবিধা দিতে ও পৌর সমস্যাগুলো দুর করতে পারেন নাই। নতুন মুখ জিয়া চৌধুরী সম্পর্কে জানান তিনি নতুন, সভার কাছে দোয়া চাচ্ছেন, তাছাড়া মাষ্টার মানুষ, তিনিও সকল সামাজিক অনুষ্ঠানে ও বিচারে শালিশে উপস্থিত হচ্ছেন, বিভিন্ন ব্যাক্তি ও অনুষ্ঠানে সহযোগিতা করছেন, আসন্ন জলঢাকা পৌরসভা নির্বাচনে ভোটারগন পৌর পিতা হিসাবে নতুন, বর্তমান,সাবেক কাকে মেয়র হিসেবে বেছে নিবেন সেটা এখন দেখার অপেক্ষায় । এদিকে ওয়ার্ড কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরাও থেমে নেই। তারাও চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার কার্যক্রম। তারা এলাকার চায়ের দোকানে হাটে বাজারে সর্বত্র জনগনের সাথে কুশল ও মত বিনিময় সহ চায়ের আড্ডায় দোয়া চাচ্ছেন