শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

দিনাজপুরের গৃহবধূ রাখি দে পেলেন দেশের সর্বোচ্চ সম্মাননা পদক

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
নিজ বাড়িতে ছাদবাগান করে এবং কৃষিতে নারীর অবদান রাখার জন্য বাংলাদেশের গণমানুষের উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ ছিনিয়ে এনেছেন দিনাজপুরের গৃহবধূ রাখি দে।

বাংলাদেশের গণমানুষের উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ ছিনিয়ে এনেছেন দিনাজপুরের গৃহবধু রাখি দে। দুই শতাধিক গাছের সমাহার ছাদ বাগানে বিভিন্ন জাতের ফল-ফুলের পরিচর্যা করে সবাইকে তাক লাগিয়ে ছিনিয়ে এনেছেন দিনাজপুর শহরের বড়বন্দর মহল্লার অভিজিৎ দে রানার স্ত্রী রাখি দে। গত ১২ অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত “কৃষিতে নারীর অবদান”-শীর্ষক বঙ্গবন্ধু জাতীয় সর্বোচ্চ কৃষি পুরস্কার হিসেবে মেডেল, সনদপত্র ও সম্মানজনক অর্থের চেক নিয়ে দিনাজপুরে ফিরেছেন এই রাখি দে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরাসরি ভাচ্যুয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী। ব্যক্তি জীবনে রাখি দে গৃহিনী ও দুই সন্তানের জননী হওয়া স্বত্তেও তার দো’তলা ছাদে প্রায় দু’শ জাতের বিভিন্ন ধরনের ফুল, ফলের এবং মশলার গাছ লাগিয়ে এর পূর্বেও বন ও পরিবেশ মন্ত্রণালয় হতে পদক পেয়েছিলেন। রাখি দে তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সংসার কর্মের পাশাপাশি গাছের পরিচর্যা করাটা আমার নেশা হয়ে উঠেছে। এখন বিভিন্ন এলাকা থেকে গাছ প্রেমিক মানুষরা ছাদ বাগান দেখতে আসে। আমার মন ভরে উঠে। আমার মনে হয় আমার ছাদ বাগানের প্রতিটি গাছের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। আমার সাফলের পিছনে আমার অভিজিৎ দে ও সন্তানদের সহযোগিতা রয়েছে প্রচুর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com