“ক্ষমতা সমানে-সমান”-এই শ্লোগানকে সামনে রেখে রোববার কন্যা শিশুদের নেতৃত্ব বিকাশ ঘটাতে প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে ওয়াই-মুভস প্রকল্পের আওতায় গার্লস টেক ওভার-২০২২ বিরল উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু মেয়েদের অধিকার এবং সুযোগ সুবিধাগুলো ব্যবহার করার জন্য পর্যাপ্ত অগ্রগতি এবং তাদের স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রেও নারী নেতৃত্বের বিকাশ ঘটাতে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের এনসিটিএফ মেম্বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী সান্দ্রাকে এক ঘন্টার জন্য প্রতিকী হিসেবে তার দায়িত্ব প্রদান করলে সান্দ্রা সুন্দরভাবে তা পালন করে। এসময় জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, প্ল্যান ইন্টারন্যাশনাল এর কন্যাম্পেইন গার্লস টেকওভার মেয়েদের ক্ষমতা ও স্বক্ষমতা নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়েদের সমান ক্ষমতা, সুবিধা ও সুযোগ দেওয়া হলে তারা নিজেদের জীবনের সাথে সমাজেও ইতিবাচক ভুমিকা রাখবে। এটি টেকওভারের একটি প্রতিকী অনুষ্ঠান। যার মাধ্যমে মেয়ে শিশুরা সিদ্ধান্ত গ্রহণের আসনে বসতে পারে। এবং অন্যান্য প্রতিষ্ঠাগুলোরও নারী ক্ষমতায়নের বিশ^াস ফুটে উঠে। উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পুরনের জন্য এবং তার সহপাঠিদের উৎসাহিত করতে এই প্রতিকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ বিশাল ভুমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন বিরল মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, রাজারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, জেএসকেএস এর প্রকল্প কর্মকর্তা সাইফুল আলম, প্রকল্প সমন্বয়কারী মর্জিনা রুপা।