শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন আজ

বিধান চন্দ্র দাস ঠাকুরগাঁও :
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

আজ ১৭ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে শুধুমাত্র জেলা পরিষদের সদস্য প্রার্থীদের জন্য। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। রবিবার বিকেলেই পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জমাদি। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। ঠাকুরগাঁওয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে পাঁচ উপজেলা পরিষদে। ভোট সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে নিয়োজিত করা হয়েছে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট। এছাড়া ভোট কেন্দ্রের চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটর্নিং অফিসার মো: সফিকুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জমাদি প্রেরণ করা হয়েছে। আশাকরি শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হবে। প্রসঙ্গত, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বিকেল ২টা পর্যন্ত। নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ উপজেলায় ৫টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ৭৫৮ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com