ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী। “ শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বর হতে বিশাল এক র্যালী বের হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে এসে শেষ হয়। শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন দপ্তর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ উপলক্ষে মসজিদসহ ধর্মীয় উপশানালয়ে দোয়ার ব্যবস্থা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক, ফায়ার স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।