২০২১-২০২২ অর্থ বছরে (লজিক) প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় লোকাল গর্ভণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ শৌলমারী ইউনিয়নে ২৮ লাখ ০৫ হাজার টাকা ব্যায় সোলার প্যানেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ পাম্প ও পানি শোধানাগার স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর ও সুতির পাড়া গ্রামে জিঞ্জিরাম নদীর উপর এ সোলার প্যানেলের মাধ্যমে সেচ পাম্প ও পানি শোধানাগার স্থাপন করা হয়। স্থাপন কালে উপস্থিত ছিলেন, শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, লজিক প্রকল্পের রৌমারী উপজেলা ফ্যাসিলেটেটর নজরুল ইসলাম, শৌলমারী ইউপি সচিব সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ইউনুছ আলী, সোনা মিয়া, মাহফুজল হক, মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য হোসনে আরা, কনিকা, সিএমএফ আনোয়ারুল ইসলাম, মহিলা সিএমএফ আক্তারুন্নাহার, সিএমএফ আবু হানিফসহ জমি দাতা রফিকুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের কৃষি উন্নয়ন শীল দেশ হিসাবে গড়তে সারা দেশে কোটি কোটি টাকা ব্যায়ে কৃষকদের মাঝে বিনা খরচে জমিতে পানি সেচের মাধ্যমে জমি চাষ করার সিদ্ধান্তে আজ শৌলমারী ইউনিয়নের বেহুলারচর ও সুতির পাড়া গ্রামের জিঞ্জিরাম নদীর উপর সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে কৃষক বিনা খরচে জমিতে পানি সেচ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এর মাধ্যমে কৃষকরা প্রতিটি সোলার প্যানেল পাম্পের মাধ্যমে প্রায় ৩০ একর জমিতে সেচ দেয়ার সুবিধা পাবে। পাশাপাশি বন্যা কালিন সময়ে নিরাপদ ও বিশুদ্ধ পানিয় জলের সরবরাহ নিশ্চিত করণে শৌলমারী এম আর স্কুল এন্ড কলেজের মাঠে একটি বন্যা সহিষ্ঞ পানি শোধানাগার স্থাপন করা হবে।