ফরিদপুর-২ আসনের (নগরকান্দা-সালথা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়ন) উপ-নির্বাচন হওয়ার কথা ৫ নভেম্বর। এ উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবুসহ মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এদের মধ্যে কামরুজ্জামান মিঠু নামের একজন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল হওয়ায় ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় মাঠে ছিলেন।
কিন্তু বুধবার আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এ্যাডঃ জামাল হোসেন মিয়া দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষনা তিনি নিজেই সাংবাদিকদের সামনে দেন। এ্যাডঃ জামাল হোসেন মিয়া বলেন আমি আওয়ামিলীগ পরিবারের সন্তান, আমিও আওয়ামিলীগ করি, দলের পদও আমার আছে, তাই আওয়ামিলীগের দলীয় প্রতীক হচ্ছে নৌকা, সে জন্যই আমি নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করতে পারিনা। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের আরো একাধিক কেন্দ্রীয় সিনিয়র নেতাদের কথা মেনেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আমার সমর্থকদেরকে আমি নির্দেশ দিয়েছি, এবং আমি নিজেও নৌকার বিজয়ের জন্য কাজ করে যাবো। নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু, এ্যাডঃ জামাল হোসেন মিয়ার এই সিদ্ধান্তকে স্বাদুবাদ জানিয়েছেন। তৃনমুল নেতা কর্মীরা এখন নৌকার শতভাগ বিজয় হবে বলে ধারণা করছেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ম্তৃ্যুতে এই আসন শুন্য হলে উপ- নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।