পটুয়াখালীসহ উপকুলীয় এলাকায় ২৫ নভেম্বরের যে কোন সময় আগাত হাসতে পারে ঘূর্নিঝড় সিত্রাং। আসন্ন এ ঘূর্নঝড় সিত্রাংকে কেন্দ করে দূর্যোগ মোকাবেলায় পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। ২৩ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসক দরকার হলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এ দূর্যোগ মোকাবেলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম পিপিএম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আবুবকর ছিদ্দিক, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহেন শাহ, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিনসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার এবং বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগন, গনমাধ্যম কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠেনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে জেলার ৭০৩ টি সাইক্লোন শেল্টার ও ব্যাবহারযোগ্য ২৬ টি মুজিব কিল্লা বিদ্যুৎ ও সুপেয় পানি সহ প্রস্তুত রাখা, পর্যাপ্ত মেডিকেল টিম গঠন, দরকারি ঔষধের ব্যাবস্থা রাখা, শুকনো খাবার সংগ্রহ, অরক্ষিত ও দুর্বল বেড়িবাঁধ জরুরি মেরামত, সকল মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করা, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবদের প্রস্তুত রাখা, জরুরী সড়ক মেরামত, প্রতিটি উপজেলা ও জেলায় নিয়ন্ত্রন কক্ষ প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করা হয়।