‘বর্জ্যরে পরিশোধ, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্বরে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মাহমুদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন। পরে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।