রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

নাটোরের লালপুর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার -২

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নাটোরের লালপুর থেকে জাল ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল রাতে উপজেলার পানঘাটা এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পানঘাটা গ্রামের আকছেদ কাজীর ছেলে নুরুল ইসলাম ও বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া এলাকার জুলফিকার গাজীর ছেলে সাইফুল ইসলাম। মঙ্গলবার র‌্যাব-৫এর নাটোর কার্যালয় থেকে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গ্রেফতারকৃত প্রতারকদ্বয় চাকুরী প্রত্যাশী বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া গ্রামের দিলীপ চন্দ্র হালদারের ছেলে অনুপ কুমার হালদার ও লালপুর উপজেলার গোধড়া গ্রামের আবের আলীর ছেলে মনোয়ার হোসাইনকে পরস্পর যোগসাজশে কৌশলে বাংলাদেশ সেনাবাহিনীতে “ষ্টোরম্যান” ও ‘‘অফিস সহকারী’’ পদে চাকুরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে দুজনের নিকট হতে ১৩,৫০,০০০ (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা হাতিয়ে নেয়। প্রতারকদ্বয় উক্ত পদে দুটি ভূয়া নিয়োগপত্র প্রদান করে যাহাতে সেনাবাহিনীর লোগোযুক্ত বি আর ইউ/এ আর টি, ডি এ এজি(রিক্রুটিং), ঢাকা সেনানিবাস, ইং- ১৭/০৪/২০২২ লেখা ও চাকুরির শর্তাবলিসহ আরো অনেক কিছু লেখা রয়েছে। পরবর্তীতে চাকুরী প্রার্থীগণ নিয়োগপত্রে উল্লেখিত যোগদানের তারিখে সংশ্লিষ্ট অফিসে যোগদানের নিমিত্তে যোগাযোগ করলে বুঝতে পারে যে উক্ত নিয়োগপত্র সঠিক নয়, ভুয়া। প্রতারিত হয়ে ভুক্তভোগীদ্বয় গত ২৪ অক্টোবর ২০২২ তারিখে র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে গত রাতে লালপুর উপজেলার পানঘাটা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরুল ইসলাম তার স্বীকারোক্তিতে জানান, তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। সেনাবাহিনীতে চাকুরি করার সুবাদে তিনি ও তার সহযোগি সাইফুল ইসলাম ষ্টোর ম্যান, অফিস সহায়ক পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে চাকুরী প্রত্যাশী যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। এ ব্যাপারে অভিযোগকারী অনুপ কুমার হালদার ও মনোয়ার হোসাইন পরে লালপুর থানায় গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com