নরসিংদীর রায়পুরায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। (২৫ অক্টোবর) বুধবার এ দিনটি উপলক্ষ্যে দুপুরে একটি র্যালি ও হাত ধোঁয়া প্রদর্শনী হয়েছে। এ সময় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়ে উপজেলার সদরের প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে পরিষদ চত্ত্বরে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জানা যায়, ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করে। এতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ নুরুন্নবী, সহকারী পোগ্রামার(আইসিটি) তুষার ভট্টাচার্য, উপ সহকারী প্রকৌশলী ইমদাদুল হক অপূর্ব শাহ্(এলজিইডি) রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ স্কুলের শিক্ষার্থীরা।