ঢাকা ও ঢাকার আশপাশের এলাকা ডেমরা থানার বিভিন্ন ওয়ার্ড ৬৬, ৬৭, ৬৮, ৭৯,৭০,এর অন্তর্গত সারুলিয়া এলাকাসহ দেইল্লা বামৈলের দেইল্লা পশ্চিম পাড়া ৭০নং ওয়ার্ডে প্রায়ই ৪০০০হাজার লোকের বসবাস।অত্র এলাকার সকল স্কুল, মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান অতিবর্ষণের জলাবদ্ধতার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ডেমরা এলাকার ৭০ নং ওয়ার্ড উন্নয়নের সকল দিক থেকে অবহেলিত। বৃষ্টি হলেই এলাকার রাস্তায় তিন চার ফিট পানি জমে থাকে। বর্ষার মৌসুমে রাস্তায় ও বাসা বাড়িতে জলাবদ্ধতার কারনে এলাকার মজিদ গুলোতে নামাজ পড়তে মুসুল্লিদের যাতায়াতের সমস্যা হচ্ছে বলে জানায় এলাকাবাসী।অত্র এলাকায় জলাবদ্ধতার ও ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বছরের সব সময় ড্রেনেজ নোংরা পানি রাস্তায় জমে থাকে। অনেক সময় পানিতে ডুবে থাকে রাস্তা গুলো। দুর্ভোগ পোহাতে হয় অত্র এলাকার জনসাধারণের। বৃষ্টির পানির জলাবদ্ধতার কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার ছাত্র-ছাত্রীরা। স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকার কারণে দৈনন্দিন ছাত্র-ছাত্রীদের লেখাপড়া পিছিয়ে পড়ছে। জলাবদ্ধতা থাকার কারনে এলাকাবাসীর জ্বর,সর্দি কাশি, ডেঙ্গু জ্বর, ডায়রিয়াসহ পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ করে বলেন যে ডেমরার সবচাইতে অবহেলিত এলাকা দেইল্লা ৭০ নং ওয়ার্ড। দীর্ঘদিন এলাকাবাসীর আবেদন সত্বেও এলাকায় রাস্তা ঘাটের ড্রেনের উন্নয়ন কার্যক্রম হচ্ছে না। এলাকার কাউন্সিলর হাজী মোঃ আতিকুর রহমান আতিককে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান অতি শীঘ্রই রাস্তাঘাট ও ড্রেনের উন্নয়ন কাজ করা হবে।এলাকাবাসীর দাবি এলাকার রাস্তাঘাট ড্রেনের উন্নয়ন হউক। বৃষ্টির পানি দাড়া যাতে এলাকাবাসী কৃত্তিম অস্থায়ী বন্যায় না ভাসে এলাকবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি চায়।