মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের ১২২তম জন্মদিন পালিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

‘ওকি গাড়িয়াল ভাই/ কত রব আমি পন্থের দিকে চাইয়া রে’-আব্বাসউদ্দীনের কণ্ঠে এমন দরদমাখা গান শুনে প্রথম মোহিত হয়েছিলেন বাংলার মানুষ। যে গান একসময় গ্রামোফোন রেকর্ডে শোনা যেতো দিবানিশি। আজ ঐতিহ্যের সেই গ্রামোফোন নেই, নেই ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন। তবে আজো যার গান হয়ে আছে চিরন্তন। ভাওয়াইয়া সম্রাটের ১২২তম জন্মদিন ছিল গত ২৭ অক্টোবর। দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে দেশের বিভিন্ন সংগঠন।
১৯০১ সালের ২৭ অক্টোবর তিনি পশ্চিমবঙ্গের কুচবিহারে জন্মগ্রহণ করেন। তার দরদি কণ্ঠে গাওয়া পল্লিগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি বিপুল জনপ্রিয়তা লাভ করে। গানের মাধ্যমে তিনি তৎকালীন অবিভক্ত বাংলার মুসলিম মানসে জাগরণ সৃষ্টি করেছিলেন।
আব্বাসউদ্দীন ছিলেন মূলত স্বশিক্ষিত গায়ক। জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, বিচ্ছেদি, দেহতত্ত্ব, মর্সিয়া, পালাগান ইত্যাদি পল্লিগানের নানা শাখার গান গেয়ে ও সেসব গান রেকর্ড করে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি কাজী নজরুল ইসলাম, জসীমউদদীন ও গোলাম মোস্তফার ইসলামী ভাবধারায় রচিত অনেক গানও গেয়েছেন। তিনি যখন গান শুরু করেন সময়টা ছিল বাংলার মুসলমান সমাজের নবজাগরণের কাল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম খুব স্নেহ করতেন তাকে। কবি সবার কাছে আব্বাসউদ্দীনকে পরিচয় দিতেন ‘আমার ছোটভাই’ বলে। প্রায় ২০ বছর তিনি কবি নজরুলের সাহচর্যে ছিলেন।
যে কোনো গান শোনা মাত্র তিনি সুমধুর কণ্ঠে আয়ত্তে নিতে পারতেন আব্বাসউদ্দীন। জাতীয় কবির বিখ্যাত গান ‘ও মন রমজানেরই রোজার শেষে…’ গানটি প্রথম গেয়েছিলেন তিনি।
কলকাতায় বেড়াতে এসে আব্বাসউদ্দীন গ্রামোফোন কোম্পানিতে রেকর্ডে গান গাওয়ার সুযোগ পান। প্রথম রেকর্ড করা শৈলেন রায়ের লেখা দস্মরণপারের ওগো প্রিয়দ এবং দকোন বিরহীর নয়ন জলেদ দুদটি গানই জনপ্রিয় হয়। তিনি কুচবিহার থেকে কলকাতায় চলে আসেন।
পাকিস্তান হওয়ার সঙ্গে সঙ্গে আব্বাসউদ্দিন ঢাকায় চলে আসেন। ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাত ১২টার পর ঢাকা বেতার থেকে প্রথম সঙ্গীত পরিবেশন করেন। সেই থেকে ঢাকায় নতুন করে তার জীবন শুরু।
তিনি একজন অভিনেতাও। তিনি চারটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলো হলো-‘বিষ্ণুমায়া’ (১৯৩২), ‘মহানিশা’ (১৯৩৬), ‘একটি কথা’ এবং ‘ঠিকাদার’ (১৯৪০)। ঠিকাদার ছবিতে আব্বাসউদ্দীন একজন কুলির চরিত্রে অভিনয় করেছিলেন। এসব সিনেমায় তিনি গানও করেছিলেন।
আব্বাসউদ্দীনের রেকর্ড করা গানের সংখ্যা প্রায় ৭০০। ‘ও কী গাড়িয়াল ভাই’, ‘তোরষা নদী উথাল পাতাল, ‘কারবা চলে নাও’, ‘প্রেম জানে না রসিক কালাচান’, ‘মাঝি বাইয়া যাও’, ‘নাও ছাড়িয়া দে’, ‘ওই শোন কদম্বতলে’, ‘ও ঢেউ খেলেরে’, ‘নদীর কূল নাই’, ‘একবার আসিয়া সোনার’, ‘আল্লাহ মেঘ দে’, ‘আমায় এত রাতে কেন ডাক দিলি’, ‘ও কী ও বন্ধু কাজল ভোমরারে’সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী এই মরমিশিল্পী। পল্লীগানের এই সম্রাট ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com