২৯ অক্টোরব শনিবার নবরূপী কার্যালয় প্রাঙ্গনে শাহ্জাহান শাহ্ ২য় নাট্যেৎসব উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। নবরূপীর সভাপতি আব্দুস সামাদ সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা উদ্বোধন করতে গিয়ে বলেন, আমাদের প্রজন্ম সন্তানদের পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করাতে হবে। বইয়ের বোঝা না বাড়িয়ে সাহিত্য ও সংস্কৃতি এবং ক্রীড়ায় সম্পৃক্ত করতে পারলে তারা তাদের মানসিক বিকাশ ঘটবে। স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল। উদ্বোধন অনুষ্ঠানে সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সিফাত-ই-জাহান, রওনক আরা হক নীপা, শামীম রাজ, মানস কুমার ভট্টাচার্য, ডাঃ শহিদুল ইসলাম খান, ফরহাদ আহম্মেদ, সিরাজুম মনিরা ছাড়াও নৃত্যে বিচারক হিসেবে ছিলেন নিলুফার হোসেন শোভা, মোঃ লিমন, সিরাজাম মুনিরা, শেখ সগীর আহম্মেদ কমল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাধন। নৃত্যে প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের শতাধিক নিত্য শিল্পী অংশগ্রহন করে। সংগীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন শাশ^তী দেব নাথ, বিমান দাস, মোকশেদ আলী। সংগীত প্রতিযোগিতায় প্রায় ২’শ জন শিল্পী অংশগ্রহন করেন। আগামী ৩০ অক্টোবর এ প্রতিযোগিতা চলবে। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন নবরূপীর ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আতিকুর রহমান নিউ।