সরকার কর্তৃক মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে আজ ২৯ অক্টোবর ২০২২ কক্সবাজার ৩৪ বিজিবি রেজুআমতলী ও রেজুপাড়া যৌথ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপি’র তুলাতুলি জলিলের গোদা নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে রাত ৪,৩০টায় মোঃ আব্দুল সালাম(২০), পিতা-মোঃ রশিদ আহমেদ, কুতুপালং এফডিএমএন ক্যাম্প-০১, ব্লক-বি/১১, এফসিএন নম্বর-৫৫১০৮৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে আটক করে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত আসামীকে ইয়াব’সহ উখিয়া থানায় হস্তার করা হয়েছে। উক্ত মামলায় ০১ জন পলাতক আসামী রয়েছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্ণেল শরীফ আহমেদ, পিএসসি’র বরাত দিয়ে বিজিিিব’র মিডিয়া সেল জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক একশত ঊনান্নব্বই কোটি পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার ছয়শত টাকা মূল্যের তেষট্টি লক্ষ আট হাজার ছয়শত বায়ান্ন পিস বার্মিজ ইয়াবা, সত্তর কোটি দশ লক্ষ টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং দুই কোটি বাহাত্তর লক্ষ একানব্বই হাজার ছয়শত সাতাশি টাকা মূল্যের ৩,৩২৩.৫৭ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ সর্বমোট দুইশত বাষট্টি কোটি আট লক্ষ সাতাশি হাজার দুইশত সাতাশি টাকা মূল্যের মাদকদ্রব্য ও স্বর্ণালংকার এবং ৯২ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।