“কমিনিউটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তিশৃংখøা সর্বত্র” এই শ্লোগান নিয়ে মাদক ও চোরা চালান নির্মূল,সড়ক দূর্ঘটনা হ্রাস,সন্ত্রাসী কার্যক্রম রোধ,মহা-সড়কে আইন শৃংখøলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে ওপেন হাউজ ডে উপলক্ষে জনগণকে সচেতন করতে কমিনিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে শনিবার বেলা সাড়ে ১১ টায় (২৯ অক্টোম্বর) ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উদ্যেগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে থানা আয়োজিত সভায় কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা নির্বাহী মোঃ মেহেদী হাসান।বিশেষ অতিথি ছিলেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ, রির্পোটার ফোরামে সভাপতি মোঃ মিল্টন খান। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু নাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মোঃ আজাদ হোসেন ,মোঃ হাসিব, ভিপি মোঃ রাজীব হোসেন প্রমূখ।