জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৯ অক্টোবর) সকালে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদ এর বিরোধীদলীয় উপনেতা গোলাম কাদের এমপি। দ্বিড়-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন খান এর সঞ্চালনায় প্রধান সমাবেশে বক্তার বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু। সমাবেশে বিশেষ অতিথীর বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইসলাম এমপি,এ.টি.এম তাজ রহমান, সোলাইমান আলম শেঠ, আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন,এমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির,মোহাম্মদ আতিকুর রহমান আতিক।মাবেশে বিশেষ বক্তার বক্তব্য দেন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নূরুল ইসলাম তালুকদার, ইলিয়াস উদ্দীন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, মোঃ মনির আহমেদ, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান এমপি, জাহাঙ্গীর আলম পাঠান, জাতীয় যুব সংহতির আহবায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ, জসিম উদ্দীন ভুঁইয়া, সালাহ উদ্দীন আহমেদ মুক্তি, গোলাম মোহাম্মদ রাজু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমূখ?সম্মেলনস্থলে জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড এর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেনসমাবেশের প্রধান অতিথি জিএম কাদের এমপি বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, আওয়ামী লীগ-বিএনপি দেশটাকে শেষ করে ফেলছে। তারা দেশের টাকা বিদেশ পাচার করে দেশকে শূন্য করে দিয়েছে। দেশের টাকা বিদেশ পাচার করায় মানুষ এখন গরীব থেকে আরও গরীব হয়ে গেছে। এ ছাড়া সরকার অন্যান্য দলের মধ্যে বিভাজন করে তারা নানা ফায়দা লুটছে বলে তার বক্তব্যে বলেন। দীর্ঘ ৫ বছর পর জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে উৎসবমুখর হয়ে উঠে সম্মেলন স্থল। পরে মোস্তফা আল মাহমুদকে জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি, মোঃ জাকির হোসেন খানকে সাধারন সম্পাদক ও কাজী খোকনকে সাংগনিক সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষনা করেন জিএম কাদের এমপি।