মৗলভীবাজারের বড়লেখার দক্ষিণ হরিপুর গ্রামের আব্দুর নূরের মেয়ে আফরোজা বিনতে নূর কাতার ইউনিভার্সিটি ক্লিনিকেল ফার্মেসি একাডেমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় কাতার ইউনিভার্সিটি থেকে ডিন-লিষ্ট সার্টিফিকেট, মেডেল এবং সাদা কোট প্রদান করা হয়েছে। গত বুধবার কাতার ইউনিভার্সিটি ক্লিনিকেল ফার্মেসি একাডেমি এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. ফয়সল আল আলী ও বিশেষ অতিথি ডা. মুনা আল ইসমাইল সার্টিফিকেট, কোট ও মেডেল আফরোজার হাতে তোলে দেন। প্রধান অতিথি বলেন, শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি সব ধরনের কার্যক্রমে পারদর্শী হতে হবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই শতাব্দীর চ্যালেঞ্জে মোকাবিলায় যোগ্যতা ও দক্ষতা দিয়ে সর্বক্ষেত্রে নিজেকে প্রাসঙ্গিক করে তোলার আহ্বান জানান তিনি। পরিশেষে মানব কল্যানে কাজ করার শপথ বাক্য পাঠ করানো হয়।