বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোলজি বিভাগের আয়োজনে ব্যাপক উৎসাহ ও রোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে সুশৃঙ্খলভাবে শনিবার (২৯অক্টোবর)শিবগঞ্জে স্ট্রোক দিবস পালন করা হয়েছে।“স্ট্রোক চিকিৎসায় দেরি না, যদি ভালো থাকতে হয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জের কৃতি সন্তান শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় এই বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয়।দিবসটি পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করা হয়। র্যালী শেষে হাসপাতাল চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু এর সভাপতিত্বে স্ট্রোক-চিকিৎসা, প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বিষয়ে বিশেজ্ঞ চিকিৎসকদের সাথে রোগীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল। মেডিকেল অফিসার ডা:এম এইচ ইমরান এর উপস্থাপনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান আহসান হাবিব হেলাল, শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক আসাফুদৌল্লাহ, নিউরোলজি বিশেষজ্ঞ ডাঃ মিল্টন কুমার শাহ, সুশান্ত কুমার, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, ডাঃ নিপা চৌধুরী,ডাঃ বেলাল হোসেন, ডাঃ শহিদুল ইসলাম, ডাঃ সলিমুল্লাহ আকন্দ প্রমুখ। পরে প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মধ্যে দিয়ে দিবসটি সফল ভাবে পালন করা হয়।