মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

“রাজা অনুস্বারের পালা” নাটকের উদ্বোধন করলেন জাকিয়া তাবাসসুম জুঁই এমপি

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

দিনাজপুরের ঐহিত্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবের প্রথম নাটক নবরূপীর প্রযোজিত ও মমতাজ উদ্দীন আহম্মেদ এর রচনায় এবং শামীম রাজার নির্দেশনায় “রাজা অনুস্বারের পালা” নাটকটি মঞ্চস্থ হলো দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে। শনিবার রাতে সন্ধ্যা ৭টায় নাট্যোৎসেবের প্রথম নবরূপীর নাটক উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি বৃহত্তর দিনাজপুর জেলার সংরক্ষিত আসনের এমপি ও যুব ক্রীড়া মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি বলেন, নাটকের মাধ্যমে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমাদের প্রজন্মদের জানাতে হবে। একমাত্র সাংস্কৃতিক চর্চাই পারে অবক্ষয় মুক্ত সুন্দর সমাজ গড়তে। প্রখ্যাত নাট্যকার মমতাজ উদ্দীন আহম্মেদ রচিত “রাজা অনুস্বারের পালা” নাটকে তৎকালীন সমাজ চিত্র তুলে ধরা হয়েছে। রাজার স্বৈরাাচারী কর্মকান্ড ও প্রজাদের অমানবিক শোষন- নিপীড়নের স্পর্শ প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। অবশেষে নাটকে “যেমন কর্ম-তেমন ফল” প্রজা বিদ্রোহের মুখে ধ্বংস প্রাপ্ত হয় রাজপ্রসাদ। অসম্পূর্ণ তার পিপাসা নিয়ে প্রাণ ত্যাগ করেন রাজা। সকল অমানবিকতা কাটিয়ে অবশেষে মানবতার জয় হয়। “রাজা অনুস্বারের পালা” নাটকে রাজা চরিত্রে অভিনয় করেন বাবুন সাহা, রানী চন্দ্রবিন্দু-সিফাত-ই-জাহান শিউ, প্রধানমন্ত্রী- মানস কুমার ভট্টাচার্য, যুদ্ধমন্ত্রী- লেলিন নাগ, শরীর মন্ত্রী- আবুল কালাম আজাদ, পাদটীকা- ষষ্ঠি চন্দ্র, সুত্রধর- মোঃ জাকির হোসেন, অভাবী- শামীম রাজা, খেয়াবী- আরিয়ানা চৌধুরী সাবা, ভাগিনা-মুরাদুজ্জামান মুরাদ, ভাতিজা- ফাইয়াদ বিশাল, সর্দার-ম.মিজু, গোবরা- নিরঞ্জন হীরা, দিসা- মোঃ আকবর আলী, হাকু- প্রণব শীল, ঘোষক- রিংকু, পুরোহিত- টংক নাথ অধিকারী, মা বহুব্রীহি- প্রতিমা রানী রায়, নৃত্যে- বর্ষা। আবহ সংগীতে ছিলেন মোঃ নজরুল ইসলাম, মিউজিকে- টংক নাথ অধিকারী, আলো- তারেকুজ্জামান তারেক, আলোক প্রক্ষপেন- আবু তাহের, মঞ্চ পরিকল্পনা- বাবুন সাহা, পোষাক- সিফাত-ই-জাহান শিউ, রূপসজ্জা- হারুন-উর-রশিদ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, নাট্যোৎসব উপ-কমিটির আহবায়ক সুনীল চক্রবর্তী ও ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আতিকুর রহমান নিউ। রাজকিয় পোষাক, লাইটিং মঞ্চ সহ রাজার ভূমিকায় বাবুন সাহা, অভাবী চরিত্রে শামীম রাজা ও রানী চন্দ্রবিন্দু চরিত্রে- সিফাত-ই-জাহান শিউ এর অভিনয় দর্শকেরা চিরদিন স্মরণ রাখবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com