মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের উপ নির্বাচনের ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

স্লোগানে মুখর পাড়া-মহল্লা গজারিয়ায় উপজেলা হোসেন্দী ইউনিয়নের পরিষদের উপ নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ আর প্রচারে জমে উঠছে গজারিয়া উপজেলা পরিষদের নির্বাচন। গজারিয়ায় রাস্তাঘাট, অলিগলি ও পাড়া মহল্লা এখন মিছিল, স্লোগানে মুখর। পোস্টার আর ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বাসাবাড়িতেও এখন আলোচনার বিষয় নির্বাচন। ভোটারদের মন জয়ে প্রার্থীরা চেয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নে উপ পরিষদের নির্বাচন দিন যতই ঘনিয়ে আসছে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রচারের শেষের দিকে এসে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাঁদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চায়ের আড্ডায় এলাকাবাসীর আলোচনার অন্যতম বিষয় আসন্ন ইউপি নির্বাচন। চায়ের দোকান থেকে শুরু করে বাসাবাড়িতেও এখন আলোচনার বিষয় নির্বাচন। ভোটারদের মন জয়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন এলাকা। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এসময় উপজেলার হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীদের মধ্যে হোসেন্দী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) মনিরুল হক মিঠু, স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীক হাজ্বী মাহবুব হোসেন, আনারস প্রতীক শাহপরান, চশমা প্রতীক মো. রিয়াদ হোসেন দাউদ। নৌকার প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠু জানান,আমি জনগণের সেবক হয়ে সুনামের সঙ্গে ইতিপূর্বে দুইবারে হোসেন্দী ইউনিয়নে চালিয়েছি।দলীয় নেতা কর্মী ও সমর্থকেরা তাঁর সমর্থনে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানান তিনি। চেয়ারম্যান প্রার্থী হাজী মাহবুব বলেন, প্রতীক পাওয়ার পরই মাঠে নেমেছি। সারা দিন ঘুরছি। ভোটারদের কাছে যাচ্ছি। ভালো সাড়া পাচ্ছি।”জনগনের ভালোবাসা ও দোয়া আছে আমার বিশ্বাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে শতভাগ বিজয়ী হবে। এদিকে ইউনিয়ন উপনির্বাচন ঘিরে ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার জানান, “যিনি মাদকমুক্ত সমাজ ও নাগরিক উন্নয়ন নিশ্চিত করবেন তেমন প্রার্থীকেই আমরা ভোট দেব। আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন যাতে হয়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব সময় নজরদারি করা হচ্ছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান, এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আচরণ বিধি লংঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্র কাউকে ছাড় দেওয়া হবে না। আসন্ন হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ঘিরে জোরদার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ লিটন মিয়া জানান জানান ইভিএম নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ায় ব্যালট ছিনতাই, জাল ভোট দেয়ার কোন সুযোগ নেই । আগামী দুই নভেম্বর ২০২২ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com