দিনাজপুরের ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে স্ব-পরিবারে আসেন দিনাজপুরের জেলা প্রশাসক ও রাজদেবোত্তর এস্টেটের ট্রাস্টি খালেদ মোহাম্মদ জাকী। শনিবার বিকেলে কান্তজিউ মন্দির প্রাঙ্গনে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা জানান রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ ও কমিটির সদস্য ডাঃ ডিসি রায়। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুল হাসান ও টুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী কান্তজিউ বিগ্রহ রাজবাটি হতে আসার বিষয়ে এবং আগামী রাস মেলা অনুষ্ঠিতর যাবতীয় প্রস্তুতির অগ্রগতির বিষয় নিয়ে রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। এজেন্ট রনজিৎ কুমার সিংহ বলেন, স্থানীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সাথে পরামর্শ করে আমি ইতিমধ্যে সে বিষয় নিয়ে কাজ শুরু করেছি। উল্লেখ্য, শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারেও নবর্নিমিত রাসবেদিতে রাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। করোনা মহামারির পর এবার দেশবিদেশ থেকে অনেক ভক্তবৃন্দের সমাগম ঘটবে।