বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

স্মার্টওয়াচ দীর্ঘদিন ভালো রাখার উপায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

স্মার্টওয়াচ এখন অ্যান্ড্রয়েড ফোনের প্রায় সব কাজই করতে পারে। ফোন কল করা, রিসিভ করা, গান শোনা সবই হয় এক স্মার্টওয়াচে। এছাড়াও এতে রয়েছে একাধিক স্বাস্থ্য ফিচার। যা ২৪ ঘণ্টা ব্যবহারকারীর হার্ট রেট মনিটর করবে এবং আপডেট জানাবে। সেই সঙ্গে দিতে কতটুকু হাঁটলেন, ঘুমালেন, মানসিক স্বাস্থ্যের অবস্থা জানায় সর্বক্ষণ।
তবে দীর্ঘদিন স্মার্টওয়াচ ভালো রাখতে নিয়মিত যত্ন নিতে হবে। চলুন দেকে নেওয়া যাক কীভাবে অনেকদিন পর্যন্ত আপনার স্মার্টওয়াচটি ভালো রাখতে পারবেন- >> স্মার্টওয়াচ অনেকদিন ভালো রাখতে এর ব্যাটারির দিকে নজর দিন। সঠিক পদ্ধতিতে চার্জ দিন। অতিরিক্ত চার্জ যেমন স্মার্টওয়াচের ক্ষতি করতে পারে তেমনি ব্যাটারি একেবারে ০% হওয়ার পর চার্জ দেওয়াও ক্ষতির কারণ হতে পারে।
>> স্মার্টওয়াচে স্ত্রিন প্রটেক্টর ব্যবহার করুন। এতে স্ত্রিনে স্ক্র্যাচ পড়ার হাত থেকে রক্ষা পাবে। কিছুদিন পর পর প্রটেক্টর পরিবর্তন করে নতুনের মতো লুক দিতে পারবেন। >> চৌম্বক থেকে দূরে রাখুন। যেমন মাইক্রোওয়েভ, ম্যাগনেটিক থেরাপি, এমআরআই রুম ইত্যাদি জায়গায় যখন কাজ করছেন তখন স্মার্টওয়াচ ব্যবহার না করাই ভালো। অনেকেই হয়তো জানেন না দীর্ঘক্ষণ ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের উৎসের কাছাকাছি থাকলে স্মার্টওয়াচ নষ্ট হয়ে যেতে পারে।
>> নির্দিষ্ট স্থানে রাখুন। পোষা প্রাণীর কাছ থেকে দূরে রাখুন। এছাড়াও পানি বা অতিরিক্ত গরম স্থানেও স্মার্টওয়াচ রাখবেন না। যদিও এখন বেশিরভাগ স্মার্টওয়াচ পানিরোধী হয়ে থাকে। তবে অতিরিক্ত তাপ থেকে স্মার্টওয়াচ দূরে রাখাই ভালো। >> নিয়মিত স্মার্টওয়াচ মুছে পরিষ্কার রাখুন। তবে সাবান পানিতে ভিজিয়ে পরিষ্কার করতে যাবেন না। সেই সঙ্গে স্মার্টওয়াচের বেল্টও নিয়মিত পরিষ্কার রাখুন। এতে দীর্ঘদিন ব্যবহারের পরও ওয়াচ নতুনের মতোই থাকবে। >> তরল ডিশ ওয়াশার দিয়ে ঘড়ির বেল্ট পরিষ্কার করতে পারেন। যদি সেটা রাবার বা সিলিকনের হয়। তবে চামড়ার হলে পানি লাগাবেন না। সূত্র: ডিভাইস নেক্সট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com