যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “জরায়ুমুখ ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং “ এ বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান লাভ করেছে। বুধবার সকালে ঢাকাতে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার স্বাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। ইতিপূর্বে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স সাফল্যের ধারাবাহিকতায় দেশসেরা হয়েছে। ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ এ দুটি ক্যাটাগরিতে প্রথম ও তৃতীয় হওয়ার সাফল্য দেখিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ক্যাটাগরিতে কমিউনিটি ক্লিনিক সার্ভিসেস ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম হয়েছিল। অন্যদিকে হাসপাতালে স্বাস্থ্যসেবাদানের ক্ষেত্রে দেশে তৃতীয় স্থান দখল করেছিল। সরকারি হাসপাতালটি টানা চতুর্থবারের মতো পুরস্কার পেয়েছিল। এর আগে এ ক্যাটাগরিতে দুইবার দ্বিতীয় ও দুইবার তৃতীয় অবস্থানে ছিল।