মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

বিপদে পাশে দাঁড়ালে বিপদগ্রস্তের পরিস্থিতি সামাল দেয়া সহজ : সেলিম উদ্দিন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

মানুষের বিপদে পাশে দাঁড়ালে তা সামাল দেয়া বিপদগ্রস্তদের জন্য অনেকটা সহজ হয়। কিন্তু আমাদের অবক্ষয় এতই প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে যে, অন্যের বিপদে মানুষ এখন উল্লসিত হয়। বিপদাপন্নের সাহায্যার্থে এগিয়ে আসে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী উত্তর থানা আয়োজিত ২০২০-২০২১ সালের কর্মসংস্থান প্রকল্পে সহায়তা প্রাপ্তদের নিয়ে আয়োজিত ফলোআপ ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলাম আমাদেরকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে। বিশেষ করে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য জোর তাগিদ দেয়া হয়েছে। আর জামায়াতে ইসলামী সর্বোচ্চ সামর্থ নিয়েই সবসময় মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে এসেছে। তিনি শান্তির সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেলিম উদ্দিন বলেন, ‘আমাদের দুনিয়ার সফর খুবই সংক্ষিপ্ত। তাই আল্লাহর তা’য়ালার কাছে যেন আমরা হাসি মুখে ফিরে যেতে পারি, সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। দুনিয়া কোনো হাসি-তামাশা নয়; বরং পরকালের পাথেয় সংগ্রহের স্থান। তাই আমাদের কর্তব্য হলো আল্লাহর ইবাদাত-বন্দেগির মাধ্যমে ভালো ভালো কাজ করে একে অন্যের কল্যাণ কামনায় নিয়োজিত থাকা।
তিনি আল কোরআনের আয়াতের সূরা আল ইমরানের ১১০ নং আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানব কল্যাণের জন্য বাছাই করা হয়েছে।’
তিনি আয়াতের আলোকে জামায়াতের সামাজিক কার্যক্রম উল্লেখ করে বলেন, আল্লাহ তায়ালার সে নির্দেশনা অনুযায়ী ঢাকা মহনগরী উত্তর জামায়াত বেশকিছু জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ হাতে নিয়েছে। এসবের উল্লেখযোগ্য হচ্ছে, অস্বচ্ছল, বেকার ও ক্ষুদ্রব্যবসায়ীদের পুঁজি দিয়ে তাদের কর্মসংস্থান ও সাবলম্বী হওয়ার ব্যবস্থা করা। পাশাপাশি আমরা সহযোগিতা দিয়ে তাঁদের খোজ-খবরও আমরা রাখছি। তিনি গৃহীত সহায়তার সর্বোচ্চ ব্যবহার করতে নিশ্চত করতে অনুদান প্রাপ্তদের প্রতি আহ্বান জানান।
থানা আমির সাইফুল কাদেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি রইসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উদ্যোক্তা রফিকুন্নবী। এছাড়া আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য নওশাদ আলম, আবদুল্লাহ, আবদুল করিম, আমিনুল ইসলাম, শাহীন মোল্লা, মোজাম্মেল হোসেন ও আব্দুস সাত্তার প্রমুখ।
পল্লবীতে সিরাতুন্নবী সা: মাহফিল: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী উত্তর থানার উদ্যোগে সিরাতুন্নবী স: উদযাপন উপলক্ষে অপর একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com