মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করে বীরত্বের পরিচয় দিয়েছেন-মনিরুজ্জামান খান ফারুক

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক সহ বিভিন্ন নেতৃবৃন্দরা বলেন, ২৬ই মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনীর হামলার পর এদেশের বিলাশিতা আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়ে আরাম আয়েসে দিন কাটিয়েছে। অন্যদিকে জিয়াউর রহমান একজন মেজর হয়ে এদেশের স্বাধিনতা ঘোষনা করেই দেশের অভ্যন্তরে যুদ্ধ করে বিরত্বের পরিচয় দিয়েছেন। দেশের আওয়ামী লীগ নেতারা খুব ভাল করেই তারা জানেন বাংলায় একটা প্রবাদ আছে ভাসুরের নাম নেয়া যাবে না আমাদের আওয়ামী বন্ধুরা ভাল করেই জানে মুজিবকে হত্যা করে ক্ষমতায় কে বসে ছিল। এখন আওয়ামী লীগের অবস্থা তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের সৈনিকেরা জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানোর পর সে দেশের সকল বন্ধ সংবাদ পত্র উন্মুক্ত করে দেয়া সহ বহুদলীয় গণতন্ত্র দেশে ফিরিয়ে দিয়ে ছিল জনগণের মাঝে। অন্যদিকে শেখ মুজিব ১৯৭৫ সালের ২ই জানুয়ারী ১ মিনিটের সংসদে দেশে ৪টি সংবাদ পত্র রেখে অন্য সকল সংবাদ পত্র বন্ধ করা সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকান্ড নিষিদ্ধ করে দেশে একদলীয় বাকশাণ কায়েম করে মানুষের বাক স্বাধিনতা হরন করে নিয়েছিল। সোমবার (৭) নভেম্বর সকাল ১১টায় মহানগর বিএনপির অয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এক আলোচনা সভায় তারা একথা বলেন। মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, সাইফুল আনাম বিপু, জুলহাস উদ্দিন মাসুদ, জাহিদুর রহমান রিপন,মহানগর শ্রমিকদল আহবায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, জাসাস আহবায়ক মীর আদনান তুহিন, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান প্রমুখ। এর পূর্বে দলীয় কার্যলয়ের নিছতলায় বরিশাল উত্তর জেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ সহিদুল্লাহর সভাপতিত্বে উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় এখানে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম লাবু, হিজলা বিএনপি আহবায়ক আঃ গফফার তালুকদার, জহির সাজ্জাদ হান্নন শরীফ, গিয়াস উদ্দিন দিপেন, আসাদুজ্জামান মুক্তা,মহিলাদল সভাপতি চৌধুরী শরিফা নাসরিন, সাধারন সম্পাদক লিপি নাসরিন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com