স্বরূপকাঠি উপজেলার কলেজিয়েট একাডেমির সাবেক মেধাবী ছাত্রী সান- ই- জাহান জুয়েনা।বর্তমানে সরকারি বরিশাল কলেজের মোসাঃ সান- ই- জাহান জুয়েনার হত্যার বিচারের দাবীতে মানব বন্দন সম্পন্ন হয়।বুধবার বিকেল ৩.৩০ মিনিটে স্বরূপকাঠি প্রেসক্লাবের সামনে জুয়েনা হত্যা নিয়ে মানব বন্ধন করে কলেজিয়েট একাডেমির কোমলপ্রাণ শিক্ষার্থীরা সহ ভুক্তভোগী হতভাগা জুয়েনার মা বাবা। এসময়ে ভুক্তভোগী মেয়ের মা বাবা সহ কলেজিয়েট একাডেমি, সরকারি স্বরূপকাঠি কলেজের সাবেক অধ্যাপক, সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সহ বহু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সোহাগদল ইউনিয়নের বহু অভিভাবক আজকের মানব বন্দনে অংশ গ্রহণ করেন। মানব বন্ধনের জুয়েনার মা স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষিকা মোসাঃ শিরিন আক্তার উপস্থিত বক্তব্যে বলেন আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে মামলার প্রধান আসামি সোহাগদল ইউনিয়নের মাসুম বিল্লাহর ছেলে তাওসীফ আনাম রোহান। পরিকল্পিত ভাবে তওসিফ ও অর বন্ধু মহল পরিকল্পিত ভাবে হত্যা করে আমার মেয়েকে। বহু দিন ধরে আমার মেয়েকে স্কুল জীবনে সুপরিকল্পিত ভাবে ডিস্টার্ব করতো। কারণে অকারণে ইভটিজিংয়ের স্বীকার হয় আমার মেয়ে। হত্যার পূর্ব থেকেই রোহান পরিকল্পিত ভাবে ছক করে হত্যার উদ্দেশ্য নিয়ে। গণমাধ্যম কর্মীদের আর এক প্রশ্নের জবাবে মেয়ের মা কান্নারত ভাষায় বলেন, আমি সহ আমার পরিবার প্রশাসনের কাজে কর্মে খুশি নই। প্রশাসন হত্যার পর পরই একটা পক্ষ অবলম্বন করে বলে অভিযোগ করেন। আমার মেয়েকে হত্যার হুমকি প্রদান করে রোহান ও তার বন্ধু মহল।একটা ফ্যাক আইডি দিয়ে পরিকল্পিত নাটক করে আমার মেয়েকে নিয়ে। আমি ন্যায় বিচার যাই। এদিকে উপস্থিত বক্তব্যে মেয়ের বাবা মোঃ মাসুম ফরাজিও কান্নারত ভাষায় বলেন, আমি বিচার চাই। আমার মেয়ে হত্যার কঠিন বিচার চাই। আজকের মানব বন্ধনের উপস্থিত ভাবে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যাপক মোঃ জুলফিকার আলি স্যার সহ প্রাইমারী স্কুলের শিক্ষক মোঃ নুরুজ্জামান, বাবু অশোক কুমার দাস। এছাড়াও বহু অভিভাবক বৃন্দ আজকের মানব বন্ধনে অংশ গ্রহণ করেন। পাশাপাশি কলেজিয়েট একাডেমির বহু কোমলমতি শিক্ষার্থীরা কান্নারত ভাষায় জুয়েনার হত্যার বিচারের দাবীতে মানব বন্ধনে অংশ গ্রহণ করেন। এসময়ে উপজেলার বহু সুশীল সমাজের লোকজনও সক্রিয় ভাবে মানব বন্দনে অংশ গ্রহণ করে স্বরূপকাঠি প্রেসক্লাবের সন্মুখে। এছাড়াও আজকের মানব বন্দনে স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি বাবু শিশির কর্মকার, সহ সভাপতি এন এম দেলোয়ার সহ দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি দেবাশীষ মন্ডল সহ বহু ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী পরিপাটি পরিবেশ তৈরি করে প্রশাসনের সুদৃষ্টি নিয়ে মানব বন্ধন সম্পন্ন করেন সান- ই- জাহান জুয়েনার হত্যার বিচারের দাবীতে।