মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

হারার পর কেঁদে বুক ভাসান রোহিত

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ইংল্যান্ডের হাতে ১০ উইকেটে হারের পর বিধ্বস্ত রোহিত শর্মাকে দেখা গিয়েছিল ডাগআউট বসে চোখের পানি মুছতে। ওই সময় রাহুল দ্রাবিড় তাকে কিছুটা শান্ত করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে এসেও রোহিতের গলা ভেঙে যাচ্ছিল। জানা গেছে, ম্যাচের পর সাজঘরে ফিরেও রোহিতকে থামানো যায়নি। তিনি সেখানেও কাঁদতে থাকেন। কিছুতেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। সতীর্থরা গিয়ে রোহিতকে শান্ত করার চেষ্টা করেন। তার পরে দ্রাবিড় গিয়ে কিছুক্ষণ বক্তব্য রাখেন। সব শুনে কিছুটা শান্ত হন রোহিত। তিনি নিজেও গোটা দলের উদ্দেশে বক্তৃতা করেন। নিজের বক্তব্যে দ্রাবিড় জানান, গোটা প্রতিযোগিতায় দল ভালো খেলেছে। যেভাবে কঠোর পরিশ্রম করেছেন ক্রিকেটাররা, তাতে তিনি খুশি। রোহিত প্রথম দিকে কথাই বলতে পারেননি। পরে তিনিও জানান, সতীর্থদের প্রচেষ্টায় তিনি খুশি। দলের কিছু সদস্য জানিয়েছেন, সাম্প্রতিককালে কোনো ম্যাচে হারের পর রোহিতকে এতটা ভেঙে পড়তে তারা দেখেননি।
ক্রিকেটাররা ব্যাগ গোছানোর ফাঁকেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা আসে। ফেরার আগে সবাইকে এক জায়গায় জড়ো হতে বলা হয়। দলের কেউ দেশে ফেরার তোড়জোড় করছিলেন। কেউ নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিলেন। এক জায়গায় জড়ো হয়ে দল পরিচালন সমিতি সবাইকে ধন্যবাদ জানায়। বিশেষ করে মোহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুরকে, যারা রিজার্ভে থাকলেও নেটে নিজেদের নিংড়ে দিয়েছেন। শেষে প্রত্যেকে একে অপরকে জড়িয়ে ধরেন।
ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাক্ষী ছিলেন রোহিত। অনেকেই ভেবেছিলেন, এবার তার হাত ধরে আবার বিশ্বকাপ জিতবে ভারত। সেটা হয়নি। রোহিত নিজেও জানতেন, তার কাছে বিশ্বকাপ জেতার এটাই সম্ভবত শেষ সুযোগ। সেখানে গোটা প্রতিযোগিতায় কিছুই করতে পারেননি তিনি। তাই আরও ভেঙে পড়েন। ম্যাচের পর ডাগআউটে চুপচাপ বসে থাকতে দেখা যায় রোহিতকে। তার চোখে পানি বোঝা যাচ্ছিল। রোহিতের সামনে বসেছিলেন ঋষভ পন্থ। তিনি রোহিতের সাথে কথা বলছিলেন। তাতেও শান্ত হননি রোহিত। তাকে দেখে বোঝা যাচ্ছিল, কতটা হতাশ ও ক্ষুব্ধ তিনি। হার মেনে নিতে পারছিলেন না। রোহিতকে বসে থাকতে দেখে তার কাছে আসেন দ্রাবিড়। রোহিতের পিঠে হাত রাখেন ভারতের কোচ। তাকে সান্ত¡না দেন। বেশ কিছুক্ষণ দ্রাবিড়ের সাথে কথা বলেন রোহিত। তারপর কিছুটা শান্ত হন তিনি। কিন্তু ক্যামেরা তার দিকে ধরলেই দেখা যাচ্ছিল, রোহিতের চোখ চিকচিক করছে। হারের হতাশা বার বার ধরা পড়ছিল রোহিতের চোখেমুখে।
ম্যাচের পরে তিনি বলেন, ‘ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারটা ঠিকঠাক হলো না। ঠিক জায়গায় বলই রাখতে পারল না। আমাদের পরিকল্পনা ছিল আঁটোসাটো বল করা। ইংল্যান্ডের ব্যাটারদের মারার জায়গা না দেয়ার পরিকল্পনা ছিল আমাদের। উইকেটের দু’পাশের এলাকা নিয়ে সতর্ক ছিলাম আমরা। কারণ এই মাঠে উইকেটের দু’পাশে প্রচুর রান ওঠে। এই ম্যাচেও উঠেছে। ভালো বল করার পরও ব্যাটাররা রান করলে বলার কিছু থাকে না। কিন্তু আমরা তো ভালো বলই করতে পারিনি।’ ব্যাটিং নিয়ে তেমন অভিযোগ নেই রোহিতের। বলেছেন, ‘এই ফলাফল খুবই হতাশার। মনে হয় আমরা ভালোই ব্যাট করেছি। বিশেষ করে ইনিংসের শেষ দিকে আমাদের ব্যাটিং ভালো হয়েছে। আসলে আমরা ভালো বল করতে পারিনি। উইকেট এমনো ছিল না, যে মাত্র ১৬ ওভারেই প্রতিপক্ষ লক্ষ্যে পৌঁছে যাবে নেমে। বল হাতে কিছুই করতে পারিনি আমরা।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com