মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

মোস্তাফিজকে ধরে রাখল দিল্লি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

গত আইপিএলে একমাত্র বাংলাদেশী হিসেবে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দিল্লির হয়ে গত আসরে ৮ ম্যাচে মুস্তাফিজ শিকার করেছিলেন ৮ উইকেট, ইকোনমি ছিলো ৭.৬৪। সন্তোষজনক পারফরম্যান্স ছিল এই কাটার মাস্টারের। ফলে এবারো তাকে নিজেদের করেই রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ ছাড়াও দিল্লির রিটেইন করেছে অধিকাংশ ক্রিকেটারকেই। ডেভিড ওয়ার্নার, ঋষভ পান্ত, পৃথ্বী শ, মিচেল মার্শরাসহ ১৯ জন আছেন সেই তালিকায়। বিপরীতে দিল্লি রিলিজ করেছে মোট পাঁচজন ক্রিকেটার। তারা হলেন— শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত, মানদীপ সিং।
রিটেইন করা ক্রিকেটাররা হলেন- মোস্তাফিজুর রহমান, ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে, ভিকি ওস্তওয়াল। এদিকে অন্য দলগুলোও আজ তাদের ট্রেডিং ও রিটেনশন শেষ করেছে।
কোন দল থেকে বাদ পড়ল কে? জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের রিটেইন, রিটেনশন ও ট্রেডিং নিয়ে আজ বেশ উত্তপ্ত ছিল ক্রিকেট মহল। প্লেয়ার রিটেইন করার শেষ দিনে এসে বেশ বড় চমক ছিল ফ্র্যা াইজিগুলো থেকে। ক্রিকেটের বড় কিছু নাম এইদিন নিজেদের সরিয়ে নেন এবারের আসর থেকে, আবার বেশ কিছু বড় নামকে ছেড়ে দেয় ফ্র্যা াইজি ম্যানেজমেন্ট। একদিকে যখন কলকাতার প্যাট কামিন্স, এলেক্স হেলস, স্যাম বিলিংস এবারের আইপিএল না খেলার সিদ্ধান্ত জানান, তখন কাইরন পোলার্ডকে প্লেয়ার থেকে কোচ করার ঘোষণা মুম্বাইয়ের। অন্যদিকে শিরোপাজয়ী অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে হায়দ্রাবাদ। বাদ পড়েছেন অ্যারন ফি , জেসন রয়, জিমি নিশামের মতো তারকারা। চলুন দেখে আসা যাক রিটেইন, ট্রেডিং ও রিটেনশন শেষে দলগুলো কাদের ধরে রেখেছে:
কলকাতা নাইট রাইডার্স:রিটেইন- শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং।
রিলিজ- স্যাম বিলিং, প্যাট কামিন্স, অ্যালেক্স হেলস, আমান খান, শিভম মাভি, মোহাম্মদ নবি, চামিকা করুনারত্নে , অ্যারন ফি , অভিজিত তোমার, আজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রাশিক সালাম, শেলডন জ্যাকসন।
রাজস্থান রয়্যালস:রিটেইন- সাঞ্জু স্যামসন, ইয়াসভি জায়সাওয়াল, শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেড ম্যাকয়, নবদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবীচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, কেসি কারিয়াপ্পা।
রিলিজ- রাসি ভ্যান ডার ডাসেন, ড্যারিল মিচেল, অনুনয় সিং, করবিন বস, জিমি নিশাম, অরুণ নায়ার, নাথান কোল্টারনাইল, শুভম গারওয়াল, তেজাস বারোকা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:রিটেইন- ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, জস হ্যাজেলউড, ফিন অ্যালেন, ডেভিড উইলি, বিরাট কোহলি, সুহাশ প্রভুদেশাই, রজত পাতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, কর্ন শর্মা, মাহিপাল লমরোর, মোহাম্মদ সিরাজ, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ।
রিলিজ- জেসন বেহেনড্রফ, আনেসার গৌতম, চামা মিনিন্ত, লুভনিত সিসোদিয়া, শেরফান রাদারফোর্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ:রিটেইন- আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জেনসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক তিয়াগি, ভুবনেশ্বর কুমার, থাঙ্গারাসু নাটারাজন, উমরান মালিক।
রিলিজ- কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জাগদেশা সুচিথ, প্রিয়ম গার্গ, রবি কুমার সামার্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, শন এবোট, শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, সুশান্থ মিশ্র, বিষ্ণু বিনোদ।
দিল্লি ক্যাপিটালস:রিটেইন- মোস্তাফিজুর রহমান, ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে, ভিকি ওস্তওয়াল।
রিলিজ- শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত, মানদীপ সিং।
পাঞ্জাব কিংস:রিটেইন- শাহরুখ খান, জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, প্রাভসিমরান সিং, ভানুকা রাজাপাকশে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ভ টেইড, আর্শদীপ সিং, বালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার, হারপ্রীত ব্রার।
রিলিজ- মায়াঙ্ক আগারওয়াল, প্রেরাগ মানকাড, ঋত্বিক চক্রবর্তী, ইশান পোরেল, ভৈভব আরোরা, বেনি হাওয়েল, সন্দ্বীপ শর্মা, ওডেন স্মিথ, আনশ প্যাটেল।
গুজরাট টাইটান্স:রিটেইন- হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, শাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, মোহাম্মদ শামি, আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, প্রদীপ সংওয়ান, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, শাই কিশোর, নূর আহমেদ।
রিলিজ- জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন, ডমেনিক ড্রেক্স, গুরকিরাত সিং, ভরুণ অরুণ।
মুম্বাই ইন্ডিয়ান্স:রিটেইন- রোহিত শর্মা, টিম ডেভিড, রমন দ্বীপ সিং, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, কিস্টিয়ান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জফরা আর্চার, জসপ্রিত বুমরাহ, অর্জুন টেন্ডুলকার, আরশাদ খান, কুমার কার্তিকেয়া, ঋত্বিক শোকেন, জেসন বেহেনড্রফ, আকাশ মাদওয়াল।
রিলিজ- কাইরন পোলার্ড, আনলপ্রীত সিং, আরিয়ান জুয়াল, বাসিল থাম্পি, ড্যানিয়েল স্যামস, ফ্যাবিয়েন অ্যালেন, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্দে, মুরগান অশ্বিন, রাহুল বুদ্ধি, রাইলি মেরেডিথ, সঞ্জয় যাদব, টাইমাল মিলস।
চেন্নাই সুপার কিংস:রিটেইন- মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, আম্বাতি রাইডু, শুভ্রানসু সেনাপতি, মঈন আলী, শিভব দুবে, রাজবর্ধন হাঙ্গারেকার, ডোয়াইট প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, সিমারজিত সিং, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, মাহিশ থিকশানা। রিলিজ- ডোয়াইন ব্রাভো, রবিন উথাপ্পা, অ্যাডাম মিলনে, হরি নিশান্থ, ক্রিস জর্ডান, ভগত ভার্মা, কেএম আসিফ, নারায়ন জগদিশান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—: রিটেইন- লোকেশ রাহুল, আয়ুস বাদনি, কর্ন শর্মা, মানান বোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুদা, কাইল মেয়ার্স, ক্রুনাল পান্ডিয়া, আভেষ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণই। রিলিজ- অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, দুশমান্থ চামিরা, এভিন লুইস, জেসন হোল্ডার, মানিশ পান্ডে, শাহবাজ নাদিম। আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে আজ বাদ পড়ে যাওয়া ক্রিকেটাররা ছাড়াও থাকবেন অনেক নতুন মুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com