সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ এই স্লোগানে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর দিনব্যাপী আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা ২২ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকার একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সসাসের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল নোমান। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার আসাদ বিন হাফিজ, প্রধান আলোচক ছিলেন তরুণ গবেষক ও কলামিস্ট রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বাচিক শিল্পী শরীফ বায়জিদ মাহমুদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেশীয় সাংস্কৃতিক সংসদের সমন্বয়ক মোস্তফা মনোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি কবি আসাদ বিন হাফিজ বলেন, কবিতা আবৃত্তি একটি উন্নত শিল্প এবং প্রতিবাদের অন্যতম একটি ভাষা। আমাদের ইতোমধ্যে অনেক গুণী আবৃত্তিকার ও উপস্থাপক তৈরি হয়েছে কিন্তু সে হিসাবে আবৃত্তি সংগঠন গড়ে ওঠেনি। আজকে তোমরা যারা কর্মশালায় অংশগ্রহণ করেছো আশা করি সবাই আবৃত্তি সংগঠন তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আবৃত্তির জন্য বিশ্বাসী কবিদের কবিতা নির্বাচন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শরীফ বায়েজিদ মাহমুদ বলেন, আবৃত্তি উপস্থাপনা বিষয়ে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এজন্য আপনাদের কে যে কোনো একটি বিষয়ে অধিক যোগ্যতা অর্জন করতে হবে। যেকোনো একটি বিষয় বেছে নিলে আপনার সে বিষয়ে দক্ষতা অর্জন করতে সহজ হবে এবং ক্যারিয়ার ও নিশ্চিত হবে। আবৃত্তিকার ও উপস্থাপকের অনেক সঙ্কট রয়েছে আশা করছি এধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম আপনাদেরকে যোগ্য করে তুলবে। এছাড়াও তিনি সসাসের প্রশংসা করেন এধরনের কর্মশালা আয়োজন করার জন্য। অনুষ্ঠানের সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, সসাস সংস্কৃতির যতগুলো মাধ্যম নিয়ে কাজ করি তারই একটি গুরুত্বপূর্ণ পার্ট আবৃত্তি ও উপস্থাপনা। বরাবরের মতোই সারাদেশব্যাপী আবৃত্তি ও উপস্থাপক তৈরির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করেছি আমরা। আপনারা কর্মশালায় যতটুকু শিখেছেন তা নিজের কাজে লাগাতে হবে একইসাথে সারাদেশব্যপী আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলোর আবৃত্তি ও উপস্থাপনা বিভাগকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করতে হবে। নিয়মিত আবৃত্তি উপস্থাপনার ক্লাস চালু করতে হবে। নিয়মিত আবৃত্তি নির্মাণের মাধ্যমে আমাদের বিশ্বাসী কবিদের কবিতাগুলোক ছড়িয়ে দিতে হবে। তাহলেই আমাদের কর্মশালা ও সসাসের সকল আয়োজনগুলো স্বার্থক হবে ইনশাআল্লাহ। সারাদেশ থেকে প্রায় শতাধিক আবৃত্তি ও উপস্থাপনা শিল্পীদের প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক নাসিম আহমেদ, বিশিষ্ট উপস্থাপক আহসান হাবিব খান, বিশিষ্ট আবৃত্তিকার মোস্তাগিছুর রহমান মোস্তাক ও আবৃত্তিকার সৈয়দ আল জাবের। এছাড়াও উপস্থিত ছিলেন সসাসের সাবেক মিডিয়া সম্পাদক শেখ নজরুল, আবৃত্তি ও উপস্থাপনা সম্পাদক তারিক হাসিব ও শাফায়েত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক এম সি মামুন, মিডিয়া সহকারী নোমান শরীফ। কর্মশালা সঞ্চালনা করেন সহকারী নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তৌহিদুজ্জামান, মোশাররফ মুন্না, রাশেদুল ইসলাম, শাফায়াত খান, মাহ্দী হাসান, নাজমুস সাকিব, মিজানুর রহমান, ওয়াহেদুজ্জামান আহমেদ, ডি এম যুবায়ের ইসলাম, জাকির হোসাইন, মুরসালিন সরকার, তারিকুল ইসলাম, ইস্পাহানি সরকার।