সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন

সৌদি আরব আবরের জয়: ক্রাউন প্রিন্সের উদারতা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

গত মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের সময়ে সৌদি আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়েসের সাথে সংঘর্ষের ফলে মারাতœকভাবে আহত হন। কাতারে স্টপেজ টাইমে সংঘর্ষের পর আল শাহরানি স্ট্রেচারে মাঠ ছাড়েন। এক্স-রে করার পর দেখা যায় ইয়াসির আল শাহরানির চোয়াল এবং বাম মুখের হাড় ভেঙে গেছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার শিগগিরই অস্ত্রোপচারের করার প্রয়োজন। বিষয়টি জানতে পেরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইয়াসিরকে এই আঘাতের পর চিকিৎসার জন্য একটি প্রাইভেট জেটে জার্মানিতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। এর আগে আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনার জন্ম দেয়ায় জয় উদযাপনের জন্য বুধবার সৌদি আরবে একদিনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সব সরকারি-বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি ছিল। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় ফুটবল দলের জয় উদযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একদিনের ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com