লাখ লাখ ফুটবলপ্রেমীর উপস্থিতি এখন কাতারে। বিশ্বকাপ ২০২২-এর আসর তাদের মধ্যপ্রাচ্যের এই দেশে একত্রিত করেছে। করোনার এই সময়ে খুব কম লোকই মাস্ক পরছেন। যার ফলে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার সেই করোনা ধরেছে ব্রাজিলের রোনালাদো নাজারিওকে। যে কারণে গতকাল (২৪ নভেম্বর রাত) লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল ও সার্বিয়ার ম্যাচ দেখতে যাননি বড় রোনালদো। হোটেলেই আছেন বিশ্রামে। তার এই করোনা আক্রান্ত হওয়া কাতার বিশ্বকাপের দর্শকসহ সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা।
রোনালদো লুইস নাজারিও ডি লিমা ফিফা বিশেষ অতিথি হিসেবেই কাতার আসেন। কাতার-ইকুয়েডর উদ্বোধনী ম্যাচে তিনি মাঠেও ছিলেন। কিন্তু এরপরই শরীরে কোভিড -১৯-এর উপস্থিতি শনাক্ত হয়। করোনা উপসর্গ দেখা দেয়ার পর মেডিক্যাল পরীক্ষায় ফল পজিটিভ আসে। তাই হোটেল কক্ষেই তাকে কাটাতে হবে আরো পাঁচদিন। ভিডিও বার্তায় এই তথ্য সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে দেন দু’বারের বিশ্বকাপ জয়ী (১৯৯৪ ও ২০০২) এই ফুটবলার। বিশ্বকাপে ১৫ গোল করা এই স্ট্রাইকার জানান, গত বুধবার থেকে তিনি করোনা আক্রান্ত। তবে ভালো আছেন।