বুধবার মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের উদ্যোগে আত্মহত্যা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহিলা বিষয়ক উপপরিচালক নিলুফার রহমান, জেলা নির্বাচন অফিসার আবু বক্কর সিদ্দিক, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যাান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অপূর্ব শাহা। সার্বিক দায়িত্ব পালন করেন জাস্টিস এন্ড কেয়ারের প্রতিনিধি এবিএম মুহিত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাস্টিস এন্ড কেয়ারের ঝিনাইদহ জেলা কো-অর্ডিনেটর আব্দুর রহমান।