মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::

গলাচিপায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

৮ই সেপ্টেম্বর /২০ কোভিট- ১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেডিও টিভিতে শিক্ষাদান শেখ হাসিনার অবদান, ও এসো ঘরে বসে শিখি করোনা মুক্ত জীবন গড়ি, এই শ্লোগানে দেশকে নিরক্ষর মুক্ত করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ ও কৌশল বিষয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা প্রেমি আশিষ কুমার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো.নজরুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম মোস্তফা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা মো.সরোয়ার হোসেন ও সাক্ষরতা বিষয়ে নানাবিধ প্রস্তাবনা দিয়ে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নিজাম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতি ও নির্বাহী অফিসার বলেন নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হলে আমাদের সাক্ষরতা আন্দলনকে বাস্তবায়ন করতে হবে। শিক্ষক সমাজ, সামাজিক সংগঠন ও এনজিও সংস্থা সম্মিলিত ভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান। এবং বর্তমানে এই বৈশিক সংকট কালীন সময়ে আমাদের দেশের নিরক্ষর মানুষকে সাক্ষরতায় এনে এস,ডি,জি লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় গলাচিপায় সাক্ষরতা নিয়ে লালু পঞ্চায়েত ফাউন্ডেশন এর কর্মকর্তা মো.মামুনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com