১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের নেতৃত্বে আইনজীবীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকা- ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ১০ ডিসেম্বর গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে দুই শতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট বার ভবনের হল রুম, আইনজীবীদের চেম্বারে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পক্ষের সামনে আইনজীবীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের নেতৃত্বে লিফলেট বিতরণে আরো অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সিনিয়র সহ-সম্পাদক মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মোরশেদ আল মামুন লিটন, সুপ্রিম কোর্ট বারের বর্তমান সহ-সম্পাদক মো: মাহবুবুর রহমান খান, সাবেক ট্রেজারার নাসরিন আক্তার, গাজী তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহবুব, মো: মাকসুদ উল্লাহ, মু: কাইয়ুম প্রমুখ।
এদিকে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে ঢাকা আইনজীবী সমিতিতে আইনজীবীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে বলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন।