মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

আমার বিয়ে আর হবে না: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

শোবিজ ভুবনের তারকাদের কাজের খবরের পাশাপাশি তাদের একান্ত ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনাও ভক্ত-অনুরাগীরা জানতে চান। কেউ কেউ এ নিয়ে লুকোচুরি করেন। আবার অধিকাংশ তারকা তাদের ব্যক্তি জীবনের অনেক কিছু জানিয়েও থাকেন ভক্তদের। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াও বাগদানের কথা জানিয়েছিলেন তার অনুরাগীদের। নুসরাত ফারিয়া ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছিলেন। সেই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে বাগদানের সুখবরটি শেয়ার করেন সবার সঙ্গে। এমনকি সেদিন গণমাধ্যমকে এ কথা ফারিয়া অনেকটা আগ্রহসহকারে জানিয়েছিলেন। পাশাপাশি আরও জানিয়েছিলেন, ডিসেম্বরে আয়োজন করে তাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ফারিয়ার জানানো ২০২০ সালের ডিসেম্বর পার হয়েছে সেই কবে। কিন্তু তার বিয়ে এখনও হয়নি। এ কারণে চারদিকে তার বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন চলে। বুধবার সেই গুঞ্জনের জবাব দিলেন নুসরাত ফারিয়া। তিনি আর বিয়ে করছেন- এমনটাই সহাস্যে জানালেন জানালেন ফারয়িা। অনেকটা স্পষ্ট করেই বলেছেন, ‘আমার বিয়ে আর হবে না, করছি না।’এই কথা বলে যেন নুসরাত তার ভক্তদের মন খারাপ করে দিলেন! বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘এত জানার দরকার কী? ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা—এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকি না।’
আংটি বদল করার কথা মনে করিয়ে দিলে নুসরাত ফারিয়া বলেন, ‘জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’ বিয়ের বর্তমান সিদ্ধান্ত নিয়ে নুসরাত বলেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’
নুসরাত বিয়ে অনেকটা বিরক্তি প্রকাশ করে বলেন বলেন, ‘হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। হুজুগের বশে করলে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠান্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।’ তার কথায় বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয়ের ব্যাপারটি পরিষ্কার হয়ে উঠে। নুসরাত অকপটে বলেন, ‘আশপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।’ যার সঙ্গে আংটি বদল হয়েছিলন তার সঙ্গে বিয়ে না হলেও বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ আছে কিনা জানতে চাইলে ফারিয়া বলেন, ‘পরিবার থেকে বিয়ের বিষয়ে চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি আসলে আমি কাজে সময় দিতে পারব না। সুতরাং, কাজ ফেলে এখনই বিয়ে করব না।’ নুসরাত ফারিয়ার সব কথা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে এখন বিয়ে করতে চাচ্ছেন না। আপতত কাজ নিয়ে অন্তহীন ব্যস্ত থাকতে চাইছেন। এখন কাজই তার ধ্যান-জ্ঞান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com