বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেছে আদালত। আজ সন্ধ্যায় তাদের আদালতে তুলে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে এই দুই নেতার পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার মধ্যরাতের পর এই দুই নেতাকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। দুপুরে তাদের গ্রেপ্তারের কথা জানানো হয়। পল্টনে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় নির্দেশদাতা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
এ মামলায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এজন্য আদালতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ডিবিপ্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, ‘আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে বুধবারের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করেছি। তাদের আদালতে পাঠানো হবে।’ লালবাগ জোনের এসিডি মুহিত সেরনিয়াবাত বলেন, ‘আদালতে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সর্তকতা অবস্থানে আছি।’