শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

গ্রন্থ পরিচিতি

আবদুর রহমান মল্লিক :
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

মানবজাতির হেদায়াতের ঐশীগ্রন্থ আল কোরআনের আদেশ নিষেধ সম্পর্কে জানার জন্য ‘আল-কোরআনের ১০০০ আদেশ নিষেধ ’ এক অনবদ্য রেফারেন্স বুক। মহান আল্লাহ নির্ধারিত বিধি নিষেধ জেনে আমল করতে অত্যন্ত সহায়ক হবে এই বইটি। ইসলাম মেনে চলার সর্বপ্রথম কাজ হলো ইলম বা জ্ঞানার্জন। সেই জ্ঞানার্জনের কাজটি সহজ করার জন্য কোরআনের বিষয়ভিত্তিক নির্দেশনাকে বিভিন্ন আয়াতের রেফারেন্সসহ উল্লেখ করা হয়েছে। এতে পাঠকের চাহিদা পূরণে অনেকখানি কাজে লাগবে বলে বিশ্বাস করি। ইসলাম সম্পর্কে বহু মানুষের বিভ্রান্তি আছে অজ্ঞতার কারণে। অজ্ঞতা নিরসণে ব্যাপক অধ্যয়ন জরুরি। কোরআন নির্দেশিত সঠিক জ্ঞানই কেবল মুক্তির দুয়ার খুলে দিতে পারে।
আল কোরআনেই বলা হয়েছে- ‘যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না।’ এ ছাড়া বলা হয়েছে তোমাদের মধ্যে তাহারাই শ্রেষ্ঠ যারা নিজে কোরআন শিক্ষা করে ও অন্যকে শিক্ষা দেয়। এই উদ্দেশ্য সাধনে বইটি সহায়ক হবে তা বলাই বাহুল্য। কোরআনের বিষয় ভিত্তিক তথ্য বাজারে খুব একটা পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষের পক্ষে বিষয়গুলো অনুধাবন করা কষ্টসাধ্য বৈকি। সেই বিষয়টি সামনে রেখেই বইয়ের লেখক কাজী সাঈদ অনেক শ্রম দিয়ে বইটি লিখেছেন। এটি রীতিমতো গবেষণার ফসল। কোরআনের ওপর যথেষ্ট দখল না থাকলে এ ধরণের বই রচনা সম্ভব নয়। বইটি দ্বারা সাধারণ মুসলমান ছাড়াও ইমাম খতীব ও ইসলামী বক্তারাও উপকৃত হবেন। দ্বীনের প্রচারে বইটি অনন্য ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
আধুনিক ও ঝকঝকে ছাপা, অপূর্ব বর্ণবিন্যাস ও সুন্দর প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে ‘সরলরেখা প্রকাশনা সংস্থা’। প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমান। বইয়ের মূল্য ৩৬০ টাকা। বইটি থেকে উপার্জিত অর্থ মানবতার কল্যাণে ব্যয় হবে বলে ঘোষণা করা হয়েছে। তাই বইটি ব্যাপক প্রচার কামনা করি। মহান আল্লাহ আমাদের সকলের নেক উদ্দেশ্য পূরণ করুন। আমিন।
যারা বইটি পেতে চান তারা এই নম্বরে যোগাযাগে করুন।
মোবাইল নং-০১৭১৬-৪৭৭-৬০০




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com