জনজীবন বিপর্যস্ত হওয়া তীব্র শীতে ঠান্ডাজনিত রোগ বালাই বাড়ছে বরিশালে। বিশেষ করে এই মুহূর্তে শিশু ও বয়োবৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। যার মধ্যে অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বরিশালের বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার কয়েকগুন বেশি রোগী ভর্তি হয়েছে এরইমধ্যে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৩৬ বেডের শিশু ওয়ার্ডে বর্তমানে ভর্তি রয়েছে দেড়শত শিশু রোগী। যেখানে গতকাল ছিল ১৫৪ জন। যা ধারণ ক্ষমতার চারগুনের বেশি। বেডের পাশাপাশি বর্তমানে মেঝেতেও জায়গা নেই এ হাসপাতালের। বর্তমানে একটি বেডে একাধিক শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এসব শিশুর মধ্যে যারা ভর্তি রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া রোগে আক্রান্ত। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগী বেড়েছে। তবে শিশু ওয়ার্ডে রোগীর চাপ অনেক বেশি। আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি, যদিও জায়গা সংকট থাকায় কিছু সমস্যা হচ্ছে। তবে ২/১ দিনের মধ্যে এই সমস্যাও থাকছে না। শিশু ওয়ার্ডের জন্য আরও ১শ বেড সল্প সময়ের মধ্যে চালু করা হচ্ছে। এদিকে গত কয়েকদিন বরিশালে শীতের তীব্রতা বেড়েছে। সকালে সহসাই সূর্যের দেখা মিলছে না এবং রাতে কুয়াশার সঙ্গে শীতল বাতাস বইছে। ফলে হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন ছিন্নমূল, দরিদ্র ও খেটে খাওয়া মানুষগুলো।