মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জামায়াত জনগণের পাশে রয়েছে : আব্দুস সবুর ফকির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর যাত্রাবাড়ী দক্ষিণ এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মদ মতিউর রহমান খানের স ালনায় কম্বল বিতরণে আরো উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল করিম, জামায়াত নেতা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আব্দুস সবুর ফকির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের জনগণের যেকোনো দুর্যোগ সঙ্কটে পাশে থেকে কাজ করে, যা সিলেট সুনামগঞ্জ কুড়িগ্রামসহ দেশজুড়ে বিগত ২০২২ সালের স্মরণকালের বন্যায় আমীরে জামায়াতের প্রশংসিত নানা কার্যক্রমে পরিলক্ষিত হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ডে যে ভয়াবহ অগ্নিকা- হয়েছিল, সেখানে সর্বপ্রথমে আমীরে জামায়াতের নেতৃত্বে একটি টিম পরিদর্শনে ছুটে যায় এবং অসহায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সেবা সহযোগিতা প্রদান করে। অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। সেই ধারাবাহিকতায় আজ দেশজুড়ে এই শৈত্য প্রবাহের মধ্যে কষ্টে থাকা সাধারণ জনগণের হাতে আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছি।
আব্দুস সবুর ফকির আরো বলেন, আমাদের দেশের উত্তর-পশ্চিম অ লের খেটে খাওয়া মানুষ তীব্র শীতের দিনে মানবেতর জীবন-যাপন করছেন। খবরের পাতায় প্রতিদিনই এই এলাকার আবহাওয়ার ঠান্ডার মাত্রা আরো বেড়ে যাচ্ছে। ছোট্ট শিশুরা ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও দেশজুড়ে শীতের প্রকোপে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। সমাজের বিত্তবানদের তাদেরকে ভুলে গেলে চলবে না। সকলে তাদেরকে গরম কাপড় পোশাক, কম্বল ও নানা সাহায্য সহযোগিতা দিয়ে পাশে থাকার চেষ্টা করতে হবে। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব মানুষের কল্যাণে শুরু থেকেই শীতবস্ত্র কম্বলসহ সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছি। মূলত একাজ পরিচালনার জন্য সর্বপ্রথমে সরকারের এগিয়ে আসা উচিৎ বলে আমরা মনে করি। সেক্ষেত্রে ডা. শফিকুর রহমানসহ জামাত নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে মানুষের সেবা করার সুযোগ করে দিন। জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে সমাজের বি ত, অবহেলিত ও অসহায় মানুষকে সহযোগিতা অব্যাহত রেখেছে। তিনি সমাজের এসব মানুষের কল্যাণে সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com