বুধবার, ০৮ মে ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও বিক্ষোভ ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী কিশোরগঞ্জে শহীদ পরিবারের জায়গাজমি জবরদখল বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টমেটো চাষে কৃষক ফিরোজের বাজিমাত, ঝুঁকছেন অন্য কৃষকরাও দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার তৃতীয় দিনের মতো চলছে সুন্দরবনের আগুন নেভানোর কাজ বাড়ির ভিতর স্বল্প পরিসরে মাছচাষে তিনগুণ লাভে খুশি মাছচাষী শরীয়তপুর সদর উপজেলাকে একটি আধুনিক উন্নত মডেল রূপে গড়ে তুলবো-উজ্জ্বল আকন্দ

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জামায়াত জনগণের পাশে রয়েছে : আব্দুস সবুর ফকির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর যাত্রাবাড়ী দক্ষিণ এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মদ মতিউর রহমান খানের স ালনায় কম্বল বিতরণে আরো উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল করিম, জামায়াত নেতা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আব্দুস সবুর ফকির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের জনগণের যেকোনো দুর্যোগ সঙ্কটে পাশে থেকে কাজ করে, যা সিলেট সুনামগঞ্জ কুড়িগ্রামসহ দেশজুড়ে বিগত ২০২২ সালের স্মরণকালের বন্যায় আমীরে জামায়াতের প্রশংসিত নানা কার্যক্রমে পরিলক্ষিত হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ডে যে ভয়াবহ অগ্নিকা- হয়েছিল, সেখানে সর্বপ্রথমে আমীরে জামায়াতের নেতৃত্বে একটি টিম পরিদর্শনে ছুটে যায় এবং অসহায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সেবা সহযোগিতা প্রদান করে। অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। সেই ধারাবাহিকতায় আজ দেশজুড়ে এই শৈত্য প্রবাহের মধ্যে কষ্টে থাকা সাধারণ জনগণের হাতে আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছি।
আব্দুস সবুর ফকির আরো বলেন, আমাদের দেশের উত্তর-পশ্চিম অ লের খেটে খাওয়া মানুষ তীব্র শীতের দিনে মানবেতর জীবন-যাপন করছেন। খবরের পাতায় প্রতিদিনই এই এলাকার আবহাওয়ার ঠান্ডার মাত্রা আরো বেড়ে যাচ্ছে। ছোট্ট শিশুরা ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও দেশজুড়ে শীতের প্রকোপে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। সমাজের বিত্তবানদের তাদেরকে ভুলে গেলে চলবে না। সকলে তাদেরকে গরম কাপড় পোশাক, কম্বল ও নানা সাহায্য সহযোগিতা দিয়ে পাশে থাকার চেষ্টা করতে হবে। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব মানুষের কল্যাণে শুরু থেকেই শীতবস্ত্র কম্বলসহ সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছি। মূলত একাজ পরিচালনার জন্য সর্বপ্রথমে সরকারের এগিয়ে আসা উচিৎ বলে আমরা মনে করি। সেক্ষেত্রে ডা. শফিকুর রহমানসহ জামাত নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে মানুষের সেবা করার সুযোগ করে দিন। জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে সমাজের বি ত, অবহেলিত ও অসহায় মানুষকে সহযোগিতা অব্যাহত রেখেছে। তিনি সমাজের এসব মানুষের কল্যাণে সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com