শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:১২ অপরাহ্ন

সোনামসজিদে পানামার ১৫শ’ শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খবরপত্র অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডে কর্মহীন শ্রমিক ও কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের নিজস্ব অর্থায়নে পানামা ইয়ার্ডের ভেতরে গোল বৃত্ত করে দুই ফুট সামাজিক দূরুত্ব বজায় রেখে ১ হাজার ৫শ’ শ্রমিক ও কর্মচারীর প্রত্যেকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মুসর ডাল, ১ কেজি সোয়াবিন তেল ও ১টি সাবান বিতরণ শুরু হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানামার ডেপুটি জেনারেল ম্যানেজার মাইনুল হোসেন, কোর্ডিনেটর টিপু সুলতান, হিসাব রক্ষক কর্মকর্তা সুমন, সোনামসজিদ শ্রমিকলীগের সভাপতি সাদেকুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সরদারসহ অন্যরা। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জেনারেল ম্যানেজার বেলাল হোসেন জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সোনামসজিদ স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় খেটে খাওয়া বেকার শ্রমিক ও কর্মচারীদের দুর্ভোগ লাঘবে পানামার অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার, সোমবার ও মঙ্গলবার টানা তিনদিনে ১ হাজার ৩শ’ ৫০ শ্রমিক ও পানামার দেড়শ’ কর্মচারীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com