কর্দমাক্ত রাস্তা ও ঘন কুয়াশার কারণে ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে কালীগঞ্জ উপজেলার শেষ প্রান্ত কয়ারগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শাকিল হোসেন(২০) ও একই গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস(২০)। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করত। সকালে তারা কালীগঞ্জ নিজ বাড়ি থেকে কর্মস্থল ঝিনাইদহে যাচ্ছিল। নিহতের স্বজনরা জানান,প্রতিদিনের ন্যায় সকালে প্রচ- কুয়াশার মধ্যেই কালীগঞ্জ থেকে ঝিনাইদহে যাচ্ছিল তারা। পথে কিংশুক ব্রিকসের ঝিনাইদহ-ট -১১-১৩৩৭ নং ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই মারা গেছেন। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সকালে ওই দুইজন মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিল। ঝিনাইদহে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বারোবাজার হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে নিকটস্থ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতাল এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহতদের স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠে।