নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাষীরহাট পশ্চিম বাজার, স্বর্ণের দোকান ডাকাতী ও নৈশ প্রহরী হত্যার ৪৮ ঘন্টার মধ্যে ডাকাতী ও হত্যার সাথে জডিত ৭ ডাকাত গ্রেপ্তার ও স্বর্ণালংকার এবং নগদ টাকা উদ্ধার করেছে কবিরহাট থানা ও নোয়াখালী জেলা পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার, শহিদুল ইসলাম ১১/১২/২৩ ইং সকাল ১১ ঘটিকার সময় সংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান বিগত ৭ই ডিসেম্বার বৃহঃবার দিবা গত রাত ৩টা ৩০ মিঃ থেকে ৪টা ৩০ মিঃ এর মধ্যে চাপরাশিরহাট পশ্চিম বাজার ২টা স্বর্ণের দোকানে সঙ্গবদ্ধ ডাকাত দল ডাকাতীর গটনা গটায় এ সময় ঐ বাজারের নৈশ প্রহরী শহিদ উল্যা বাদা দিলে তাকে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আমরা কবিরহাট, থানা পুলিশ ও নোয়াখালী জেলা পুলিশের যৌথ অবিজানে অতিদ্রুত সময়ের মধ্যে ৬০ ভরি স্বর্ণ, ১৬০ ভরি রূপা ও নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার ও ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করি। ডাকাতীর কাজে ব্যবহৃত ১টা দেশিয় অশ্র ২ রাউন্ড গুলি ও ডাকাতীর কাজে ব্যবহৃত স্বরন্জান উদ্ধার করি গ্রেপ্তারকৃত ডাকাত ১) মোঃ নোমান ৩৫ কমল নগর লক্ষিপুর ২) মোঃ শাহাদাৎ হোসেন ৩২ নদনা সৌনাইমুড়ি নোয়াখালী ৩) মোঃ সাদ্দাম হোসেন ৩০ বজরা সৌনাইমুড়ি নোয়াখালী ৪) ছালাউদ্দিন ৩২ করিমপুর বেগম গজ্ঞ ৫) মোঃ মিজানুর রহমান ৩৬ কবিরহাট নোয়াখালী ৬) সুজন হোসেন ২৭ কমল নগর লক্ষিপুর ৭) কৃষন কুমার সরকার, কমল নগর লক্ষিপুর। পুলিশ সুপার শহীদু ইসলাম বলেন আমরা আরও কিচু তথ্য গোপন রেখেছি, মামলা তদন্তের সার্থে। তিনি বলেন এর আগে তারা বেগমগজ্ঞের এক খামারীর ৫টা গরু চুরি করে, তাদের দেওয়া তথ্য মতে কুমিল্লার এক খামার থেকে গতকালকে ৪টা গরু উদ্ধার করেছি, আটক কৃত ডাকাতদের নামে চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন থানায়, অশ্রও ডাকাতীর মামলা সহ বিভিন্ন মামলা।