দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব এম এ মান্নান এমপির সমর্থনে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামবাসীর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মরহুম হাজি সমসু মিয়ার বাড়িতে উঠান বৈঠকে দলীয় নেতাকর্মী সহ শত শত লোকজন উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূইয়া। এলাকার প্রবীন মুরব্বী হাজী নুর রহমানের সভাপতিত্বে ও রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ আজমল হোসেন মিঠুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোতাহির আলী। উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ, আওয়ামী লীগ নেতা শাহ জামান উল্ল্যা মুক্তার, মুরব্বী আতর মিয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারি শাহী আহমদ ফুলাদ, যুবলীগ নেতা কয়ছর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহির মিয়া, সৈনিকলীগ নেতা সুনু মিয়া, যুবলীগ নেতা নুরুল ইসলাম নাহিদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল হক, সহ- সভাপতি মাসুম আহমদ, আব্দুর রহিম। বক্তারা আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতিকে ভোট দিয়ে এম এ মান্নানকে বিজয়ী করার আহবান জানান। এসময় পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূইয়া, পৌর শ্রমিমলীগের সহ- সভাপতি আব্দুর রাজ্জাক, হাজি কমলা মিয়া, মখলুছ মিয়া, আলকাছ মিয়া, তেরাব আলী, আব্দুর রউফ, সালেহ আহমদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।