বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

বাগেরহাট-১ আসনে আবারো নৌকার হাল ধরেছেন জননেতা শেখ হেলাল উদ্দীন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ১, চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট সংসদীয় আসনে আবারো নৌকার হাল ধরেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রতুস্পুত্র জননেতা শেখ হেলাল উদ্দীন। রবিবার (০৭ জানুয়ারি) সকাল থেকে চিতলমারী উপজেলার ৪০টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। দুপুরে চিতলমারী সরকারি এস এম মডেল বিদ্যালয়ের ভোট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন শেখ হেলাল উদ্দীন। সকাল থেকে ভোট গ্রহনের পর তা বিকাল ৪ টায় শেষ হয়। প্রাপ্ত ফলাফলে শেখ হেলাল উদ্দীন (নৌকা প্রতীক) ভোট পান ৮০৪৩৯। এবং তার নিকটতম প্রতিদ্বন্দী এ্যাডভোকেট বাসুদেব গুহ (আম প্রতীক) ভোট পান ৯৪২। বিভিন্ন ভোট কেন্দ্রে অবস্থানরত ভোটার ও কর্মী সমার্থদের সাথে কথা হলে তারা জানান, বাগেরহাট-১ আসনে জননেতা শেখ হেলাল উদ্দীনের কোন বিকল্প নাই। উল্লেখ্য: চিতলমারী উপজেলায় ভোটার সংখ্যা ১লক্ষ ১৯ হাজার ২৩৯ জন এবং কেন্দ্র সংখ্যা ৪০টি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com